Small Business Idea
5 Small Business Idea :-
বর্তমানে দিন দিন বেড়েই চলেছে ডিজিটালের প্রভাব। যার ফলে পরিস্থিতি বদলে যাচ্ছে। ডিজিটালের কারনে কর্মসংস্থানের প্রতিযোগিতা বেড়েই চলেছে। এই কারনে অনেকেই ব্যাবসার দিকে ঝুঁকি দিচ্ছেন। কিন্তু বেশি পুঁজি না থাকার কারনে তারা পিছিয়ে পড়ছেন, অল্প পুঁজি দিয়ে কিসের ব্যাবসা করবেন বুঝতে পারছেন না।
যারা অল্প পুঁজি দিয়ে ব্যাবসা শুরু করার কথা ভাবছেন। আজকের প্রতিবেদন তাদের জন্য কেননা কম টাকা দিয়ে কি কি ব্যাবসা করা যায়, এমন- ৫টি ব্যাবসার আইডিয়ার কথা বলা হয়েছে। এই ব্যাবসা গুলি প্রথমে শুরু করতে বেশি টাকা প্রয়োজন হবে না। আপনারা শহরে এবং গ্রামে সব জায়গায় শুরু করতে পারবেন। এই ব্যাবসাগুলিতে লসের সম্ভাবনা খুবই কম থাকে। ব্যাবসা গুলি করে প্রতিদিন আপনারা প্রায় ৮০০-১০০০ টাকা অনায়াশে যায় করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক অল্প টাকার ব্যবসা গুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য। 5 Small Business Idea
৫টি ব্যাবসা কি কি? 5 Small Business Idea
১. সবজির ব্যাবসা
২. চায়ের দোকান
৩. তেলেভাজার দোকান
৪. দুধের ব্যাবসা
৫. মিষ্টির দোকান
আরও পড়ুন :- ৫-১০ টাকায় কিনে ৫০-৭০ টাকায় বিক্রি করুন?
উপরে উল্লিখিত যে ৫টি ব্যাবসার কথা বলা হয়েছে এই ব্যবসা গুলির মধ্যে আপনারা যে কোনো ব্যাবসা শুরু করতে পারেন। এই ব্যবসা গুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে শুরু করবেন।
5 Small Business Idea
১. সবজির ব্যাবসা:– আপনি গ্রাম এবং শহরে যেখানেই বসবাস করুন না কেন প্রতিটি বাড়িতেই সবজির প্রয়োজন হয়। বাড়ির পাশাপাশি হোটেল,স্কুল,বিভিন্ন অফিসে সবজি সাপ্লাই করতে পারবেন। এই সবজির ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি বিনিযোগ করতে হয়না। বিনিয়োগের তুলনায় লাভের পরিমান অনেক বেশি থাকে। তাই এই সবজির ব্যবসাটি করতে পারেন।
২. চায়ের দোকান:- চা খাওয়ার নেশা ছোটো বড়ো সকলের রয়েছে। মানুষ চা যে কোনো সময় খায় চা খাওয়ার কোনো নির্ধারিত টাইম নেই। আবার এক একজন দিনের মধ্যে ৮-১০ বার চা পান করে। যে কোনো জায়গাতেই চায়ের দোকান করে ব্যাবসা করা সম্ভব। তাই চায়ের ব্যাবসা করে ব্যাপক লাভের পরিমান রয়েছে। ব্যবসাটি সামান্য টাকা দিয়েই শুরু করতে পারবেন।
দোকান না করেও চায়ের ব্যাবসা করতে পারা যায়। বাজারের বিভিন্ন দোকান ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চা বিক্রি করতে পারবেন। এই রকম ভাবে শুরু করতে চায়লে আরও অল্প টাকাতেই ব্যবসাটি শুরু করতে পারা যাবে।
৩. তেলেভাজা দোকান:- তেলেভাজা নাম শুনতেই জীবে জাল চলে আশা। এই ব্যবসাটি যদি কোনো ব্যাস্ত জায়গার মোড়ে শুরু করতে পারা যায় তাহলেতো কেল্লাফতে হয়ে যাবে। তেলেভাজা একটি লোভনীয় জিনিস এই ব্যাবসাটি ছোটো রকমের হলেও বড়ো বড়ো ব্যাবসাকে টেক্কা দিবে আয়ের দিক থেকে। তাই এই ব্যাবসাটি যেখানে জনসংখ্যা বেশি সেই সব জায়গায় করার চেষ্টা করবেন। ব্যাবসাটি একই করার থেকে দুজনে মিলে করলে বেশি ভালো হয়। একই এই ব্যবসাটি করতে হিমশিম খেয়ে যাবেন।
৪. দুধের ব্যাবসা:- দুধের ব্যাবসা শুনে অবাক হচ্ছেনতো কিভাবে শুরু করবেন এই ব্যাবসা ভাবছেন তো। দুধের ব্যাবসায় কম্পিটিশন খুব কম, শহরে ও গরমে উভয় জায়গাতেই শুরু করতে পারবেন। আপনি কিভাবে ব্যাবসাটি শুরু করবেন যাদের গরুর ফার্ম রয়েছে সেই ফার্ম মালিকের সাথে চুক্তি করে নিবেন। প্রতিদিন আপনার যে পরিমান দুধের প্রয়োজন হবে তা ফার্ম মালিকের কাছ থেকেই নিবেন। একটি ফার্ম থেকে যদি না হয় তবে বেশ কয়কটি গরুর ফার্ম মালিকের সাথে কথা বলে নিবেন। তাদের কাছ থেকে দুধ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারেন। এই ব্যবসায় প্রচুর পরিমানে মুনাফা রয়েছে। 5 Small Business Idea
৫. মিষ্টির দোকান :- বর্তমানে জনসংখ্যা বাড়ার সাথে সাথে বাজারে মিষ্টির চাহিদা ব্যাপক পরিমানে বেড়েছে। মিষ্টির দোকান খুলে একটি ভালো রকমের কারিগর রাখতে হবে। যাতে তার মিষ্টি তৈরী সম্পর্কে ভালো জ্ঞান থাকে। দোকানের সমস্ত মিষ্টির কোয়ালিটি ও সাদে ভরপুর রাখতে হবে। তাহলে খরিদ্দারের কখনোই অভাব হবেনা। এই ব্যবসা খুব তারাতারি বড়ো করতে পারা যায়। দোকানের পাশাপাশি হোম ডেলিভেরির ব্যবস্থা রাখলে মিষ্টির সেলস আরো বৃদ্ধি পাবে। যত বেশি সেলস করতে পারবেন ততোই বেশি মুনাফা করতে পারবেন। 5 Small Business Idea
বন্ধুরা আশা করছি আজকের প্রতিবেদন থেকে আপনারা জানতে পেরেছেন কম টাকায় ভালোমানের ব্যাবসা করার উপায়। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি দেখতে থাকুন আমাদের পাশে থাকুন।