Swami Vivekananda Scholarship 2024:
Swami Vivekananda Scholarship 2024: পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সেরা প্রকল্প হল- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই সেরা স্কলারশিপ কোন ছাত্র ছাত্রীরা পাবেন। এই স্কলারশিপ পেতে ছাত্র ছাত্রীদের কত শতাংশ নাম্বার থাকা প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে সবিস্তারে তুলে ধরা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে।
- 1. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি
- 2. কোন ছাত্রছাত্রীরা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
- 3. ছাত্র ছাত্রীদের যোগ্যতা
- 4. ডকুমেন্ট কি কি প্রয়োজন হবে
- 5. কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন
- 6. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি
- 5. কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন
- 4. ডকুমেন্ট কি কি প্রয়োজন হবে
- 3. ছাত্র ছাত্রীদের যোগ্যতা
- 2. কোন ছাত্রছাত্রীরা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি (Swami Vivekananda Scholarship 2024)
পশ্চিমবঙ্গে বহু মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে যারা আর্থিক ভাবে পিছিয়ে পড়ে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য একটি বিশেষ অনুদানের ব্যবস্থা করে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা তাদের উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট পরিমানে টাকা পাবে। মেধাবী ছাত্র ছাত্রীদের যাতে কোনো ভাবে আর্থিক সংকট না হয় তার জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। রাজ্যে অনেক শিক্ষার জন্য প্রকল্প থাকলেও সেগুলির মধ্যে অন্যতম প্রকল্প হল- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। (Swami Vivekananda Scholarship 2024)
কোন ছাত্রছাত্রীরা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
এই স্কলারশিপটি পাবেন কেবলমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরায়। তার জন্য ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের মধ্যে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই স্কলারশিপটি শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতক স্নাতকোত্তর স্তর পর্যন্ত।
ছাত্র ছাত্রীদের যোগ্যতা (Swami Vivekananda Scholarship 2024)
- 1. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে ছাত্র ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- 2. পশ্চিমবঙ্গের যেকোনো স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- 3. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্য হতে ছাত্র ছাত্রীদের ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। ৬০ শতাংশ নাম্বার না থাকলে আপনি এই স্কলারশিপের আবেদনের যোগ্য নন।
- 4. ছাত্র ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ২৫০,০০০ টাকা (২.৫ লক্ষ টাকা) এর বেশি পরিমানে পরিবারের বার্ষিক আয় হলে আবেদন করতে পারবেন না।
- 5. পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য তাদের অবশ্যই নিচের কোর্স গুলির মধ্যে যে কোনো একটিতে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- 1. দশম ও দ্বাদশ পাস শিক্ষার্থীরা
- 2. সাধারণ স্নাতক কোর্স
- 3. ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কোর্স
- 4. নার্সিং কোর্স
- 5. মেডিক্যাল কোর্স
- 6. বিএড কোর্স
- 7. সাধারণ পিজি কোর্স
- 8. পি.এচ.ডি, সিমিলার, এবং এম.ফিল
- 7. সাধারণ পিজি কোর্স
- 6. বিএড কোর্স
- 5. মেডিক্যাল কোর্স
- 4. নার্সিং কোর্স
- 3. ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কোর্স
- 2. সাধারণ স্নাতক কোর্স
কোর্স (Course) | নাম্বার শতাংশের হার | বার্ষিক বৃত্তির টাকার পরিমাণ। |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক | ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে নতুন আবেদন করার জন্য। | ১২,০০০/- |
স্নাতক- B.A | ১২,০০০/- | |
স্নাতক- B.com | ৬০ শতাংশ নাম্বার দরকার নতুন ভাবে আবেদন কারবার জন্য। | ১২,০০০/- |
স্নাতক- BSc | ১৮,০০০/- | |
UG কোর্স (BBA, BCA) | ১৮,০০০/- | |
ইঞ্জিনিয়ারিং কোর্স UG, PG এবং অন্যান্য কোর্স (AICTE অনুমোদিত) | UG: HS-এ 60% পিজি: গ্র্যাজুয়েশন AICTE অনুমোদিত প্রতিষ্ঠানে 50% | ৬০,০০০/- |
পিজি (কলা বিভাগ) | SVMCM-এর জন্য 50% নম্বর | ২৪,০০০/- |
পিজি বাণিজ্য বিভাগ | SVMCM-এর জন্য 50% নম্বর | ২৪,০০০/- |
পিজি বিজ্ঞান বিভাগ | কন্যাশ্রীর জন্য 45% (K3 আবেদনকারী) | ৩০,০০০/- |
পিজি অনুমোদিত অন্যান্য কোর্স | কন্যাশ্রীর জন্য 45% (K3 আবেদনকারী) | ৩০,০০০/- |
পলিটেকনিক ডিপ্লোমা | ১৮,০০০/- | |
ইউজি (মেডিকেল) এবং ডিপ্লোমা কোর্স | ৬০,০০০/- এবং ১৮,০০০/- | |
B. ফার্মেসি কোর্স (পশ্চিমবঙ্গ) | নতুন আবেদনের জন্য ৬০ শতাংশ নাম্বার দরকার। | ৬০,০০০/- |
বিএসসি নার্সিং কোর্স (পশ্চিমবঙ্গ) | ৬০,০০০/- | |
জিএনএম নার্সিং, ডি ফার্ম, ডিপ্লোমা প্যারামেডিক্যাল | ১৮,০০০/- |
আবেদন করতে ডকুমেন্ট কি কি লাগবে (Swami Vivekananda Scholarship 2024)
যে সমস্ত ছাত্র ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে চান তাদের যে ডকুমেন্ট গুলি লাগবে। সেগুলি হল-
- 1. আগের পরীক্ষার পাস হওয়া মার্কশীট
- 2. পরিবারের অফিসিয়াল বার্ষিক ইনকাম সার্টিফিকেট
- 3. ভর্তির রশিদ
- 4. ব্যাঙ্ক Account পাসবুক
- 5. রঙিন পাসপোর্ট সাইজ ফটো
- 6. আঁধার কার্ড
- 7. শিক্ষার্থীর স্বাক্ষর
- 8. একটি মোবাইল নাম্বার এবং শিক্ষার্থীর Email ID ফর্ম ফিলাপ করার সময় লাগবে। এই ই-মেইল এর মাধমে আবেদনের পরবর্তী সব আপডেট পাবেন।
- 7. শিক্ষার্থীর স্বাক্ষর
- 6. আঁধার কার্ড
- 5. রঙিন পাসপোর্ট সাইজ ফটো
- 4. ব্যাঙ্ক Account পাসবুক
- 3. ভর্তির রশিদ
- 2. পরিবারের অফিসিয়াল বার্ষিক ইনকাম সার্টিফিকেট
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি
আবেদনকারীর প্রথম করণীয়
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন করার জন্য প্রথমে SVMCM অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তারপর প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
অনলাইন রেজেস্ট্রেশন করার সময় একটি ই-মেইল আইডি চাইবে তারপরে একটি মোবাইল নাম্বার এই দুটো জিনিস পরবর্তী সময় আবেদনের সমস্ত ক্ষেতের লাগবে।
রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে শেখে একটি ১৫ অক্ষরের application ID তৈরী করতে হবে। এই আইডির সাহায্যে লগইন করে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু করতে পারবেন।
আবেদনকারীর রেজিস্ট্রেশন সূম্পর্ণ হওয়ার পারে রেজিস্ট্রেশন application এর সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। এমনকি সব তথ্য আবেদনকারীর ই-মেইল আইডিতে পাঠানো হবে।
আবেদনকারীর দ্বিতীয় করণীয়
আবেদনকারীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করে নিতে হবে।
লগইন হওয়ার সাথে সাথে আবেদনকারীর সামনে একটি ফর্ম ওপেন হয়ে চলে আসবে। সেখানে সঠিক তথ্য দিয়ে প্ৰথমে ফর্মটিকে ফিলাপ করে নিতে হবে।
এরপর আবেদনকারীর স্বাক্ষর ও বর্তমান রঙিন পাসপোর্ট সাইজ ফটো উপলোড করতে হবে। আপলোড করার সময় মনে রাখবেন উল্লেক্ষিত ফাইলের আকার বজায় রাখুন। স্ক্যান করা স্বাক্ষরের সাইজ হতে হবে 10KB-20KB এবং স্ক্যান করা ছবির ক্ষেত্রে (JPG/JPEG) 20KB-50KB এর মধ্যে হওয়া উচিত।
আবেদনকারীর তৃতীয় করণীয়
আবেদনপাত্র জমা দেওয়ার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করার জন্য ফর্ম আসবে। এই ফর্মে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন। যেমন- আবেদনকারীর মার্কশীট, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা AC নাম্বার ও IFSC সহ, ভর্তির রাশিদ। আপলোড করার সময় অনুগ্রহ করে ফাইলের আকার বজায় রাখার জন্য উল্লেখ করা হয়েছে। ফাইলটিকে প্রথমে পিডিএফ (PDF) তৈরী করে আপলোড করতে হবে এবং আকার ৪০০ কেবি (400KB) বেশি হওয়া চলবেন না।
আবেদনকারীর চতুর্থ করণীয়
সমস্ত নথি জমা করার পরে ভিউ মোডে অ্যাপ্লিকেশনটি পরীক্ষা করুন সব কিছু ঠিক থাকে রয়েছে কিনা।
কোথাও ভুল দেখতে পেলে সেটিকে সংশোধন করে নিন। একবার সাবমিট করে দিলে আর কোনো হাত থাকবে না।
সব কিছু চেক করে নেওয়ার পরে নীচে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়ার কাজ শেষ।
Swami Vivekananda Scholarship 2024: যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার যোগ্য তারা অবশ্যই আবেদন করুন। তোমার অনলাইনে আবেদন করার সময় কিংবা কোথায় বুঝার সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের টিম আপনাদের অবশ্যই সাহায্য করবে। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের শিক্ষার ভবিষৎ আরো উজ্জ্বল হোক শুভকামনা রইলো। ধন্যবাদ।