HomeHISTORYTeachers Day 2024 Speech| শিক্ষক দিবসের সেরা ভাষণ বাংলায়

Teachers Day 2024 Speech| শিক্ষক দিবসের সেরা ভাষণ বাংলায়

Teachers Day 2024 Speech: আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য অত্যান্ত সহজ সরল ভাষায় শিক্ষক দিবসের বক্তৃতা তুলে ধরেছি। এই বক্তব্যটি আপনাদের সামনে এমন ভাবে পেশ করা হয়েছে যা আপনারা স্কুল, কলেজ, যে কোনো জায়গায় শিক্ষক দিবস অনুষ্ঠান মঞ্চে বক্তব্যটি দিতে পারবেন। আজকের এই বক্তব্যের মাধ্যমে আপনারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

Teachers Day 2024 Speech
Teachers Day 2024 Speech

শিক্ষক দিবস এর জন্য বক্তব্য (Teachers Day 2024 Speech)

আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় শিক্ষকগন ও আমার প্রিয় বন্ধুদেরকে জানায় অন্তিক শুভেচ্ছে ও ভালোবাসা। আমরা সকলেই জানি আজ আমরা সকলে মাইল শিক্ষক দিবস উৎযাপন করার জন্য উপস্থিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমার নাম কেশব দাস এই জায়গায় আপনারা নিজেদের নাম বলবেন। আমি আজকের এই অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য রাখবো। আমার বক্তব্য রাখার আগে আমার শিক্ষক মহাশয়কে জানায় ধন্যবাদ। যিনি আমাকে আপনাদের সামনে বক্তৃত্ব সুযোগ পাইয়ে দিয়েছেন। (Teachers Day Speech)

আমাদের সকলের জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ অংশ হল শিক্ষক। শিক্ষক ছাড়া কখনো সম্ভব নয় যোগ্য সমাজ ও উজ্জ্বল ভবিষৎ জীবন গড়ে তোলা। আমরা সকলে জানি সারা ভারতবর্ষ জুড়ে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় আজকের দিনেই ৫ সেপ্টেম্বর ১৮৮৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, তামিলনাড়ুর তিরুতানি গ্রামে। তিনি ছিলেন একজন শিক্ষক।

তিনি শুধু একজন শিক্ষকেই ছিলেন না। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ১৯৫২-১৯৬২ পর্যন্ত এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ১৯৬২-১৯৬৭ পর্যন্ত। তিনি ভারতের হয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে রাষ্ট্রদূতের কাজ করেছিলেন। ভারতবর্ষের সকল বিদ্যার্থীরা তার শিক্ষকতা ও অন্যান্য কাজে মুগ্ধ হয়ে তাকে সন্মান জানানোর জন্য শিক্ষক দিবস পালন করা হয়। (Teachers Day)

শিক্ষার্থীদের জীবনে মূল স্তম্ভ হল শিক্ষক। ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষৎ ও চরিত্র গঠনে শিক্ষকের অপরিসীম ভূমিকা রয়েছে। মাতা পিতার থেকে ও একজন শিক্ষক বড়ো হন। কারন মাতা পিতা জন্ম দিলেও সঠিক বিদ্যা প্রদান করতে ব্যার্থ হন, আর শিক্ষকরা সঠিক বিদ্যা দিয়ে শিক্ষার্থীদের সঠিক পথ দেখিয়ে উজ্জ্বল ভবিষৎ গঠন করতে সাহায্য করে।

সব শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের সবসময় যোগ্য সন্মান ও ভালোবাসা টুকু দেওয়া। শিক্ষকরা সবসময় চেষ্টা করেন যেন তার সকল ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করে আগামী দিনে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকদের অক্লান্ত অমূল্যবান অনুপ্রেনার কারনেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি।

আমার প্রিয় বন্ধুরা আমাদের সবসময় শিক্ষকদের দেখানো পথ ও উপদেশ গুলি পালন করা উচিত। এবং নিজেকে ভারতবর্ষের যোগ্য নাগরিক হিসেবে প্রমান করা।

Teachers Day 2024 Speech আশা করি আজকের এই বক্তব্যটি পড়ে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন। আপনারা ঐতিহাসিক তথ্য পেতে চাইলে gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজ সরল ভাষায় সব রকমের তথ্য পেশ করা হয়ে থাকে। আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। (Teachers Day 2024 Speech)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments