HomeNEW UPDATETop Youtubers In Samsherganj|সামশেরগঞ্জের সেরা ইউটুবার কে?

Top Youtubers In Samsherganj|সামশেরগঞ্জের সেরা ইউটুবার কে?

Top Youtubers In Samsherganj: Dip Electronics Lab এটি একটি সকলের কাছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যের, মুর্শিদাবাদ জেলার, সামশেরগঞ্জ ব্লকে গড়ে উঠা এই ইউটিউব চ্যানেল। ২০১৮ সালেই ৭ই মার্চ শুরু হওয়া এই ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা হলেন দীপঙ্কর দাস। এই চ্যানেলের মাধ্যমে LCD, Laptop, LED, Smart TV ইত্যাদি রিপেয়ারিং এর ভিডিও কন্টেন্ট তুলে ধরা হয়। তিনি বাংলা ভাষায় নয় হিন্দী ভাষাতে ভিডিও তৈরী করেন। আসুন সবিস্তারে জেনে নিই এই ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং তার রিপেয়ারিং সার্ভিস সেন্টার সম্পর্কে।

Top Youtubers In Samsherganj
Top Youtubers In Samsherganj

Dip Electronics Lab সার্ভিস সেন্টার

দীপঙ্কর দাস নামের এই ছেলেটি ২০১৮ সালে সামশেরগঞ্জ ব্লকের বাসুদেবপুর চৌধুরী মার্কেটে সার্ভেসিং সেন্টার তৈরী করেন। তার জীবনের ইনকামের পথ চলা শুরু হয়ে ছিল এই সার্ভেসিং সেন্টার থেকে। তিনি ITI Diploma ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে বেশ কিছু দিন রাজস্থানে মোবাইল কোম্পানীর কাজ করেন। সেই কোম্পানির কাজ ছেড়ে বাড়ী ফিরে এসে শুরু করেছিলেন Dip Electronics Lab সার্ভিস সেন্টার। সার্ভেসিং এর পাশাপাশি বিভিন্ন ধরনের রিপেয়ারিং এর পার্স বিক্রি করেন। তিনি তার অভিজ্ঞতাকে সকলের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়ে ছিলেন ইউটিউব প্লাটফর্ম।

Dip Electronics Lab ইউটিউব চ্যানেল (Top Youtubers In Samsherganj)

দীপঙ্কর দাস তার মধ্যে থাকা রিপেয়ারিং সম্পর্কিত অভিজ্ঞতাকে সকল মানুষের সাথে শেয়ার করার জন্য। Dip Electronics Lab নামে একটি ইউটিউব চ্যানেল তৈরী করে ছিলেন ২০১৮ সালের ৭ই মার্চ। এই চ্যানেলের মাধ্যমে তিনি ইলেক্ট্রনিক্স রিপেয়ারিং এর শিক্ষণীয় ভিডিও তৈরী করে পাবলিশ করেন। তার তৈরী করা ভিডিও গুলি রিপেয়ারিং এর সাথে যুক্ত ব্যক্তিদের মন জয়ী করে নিতে পেরেছেন। আজ তিনি সামশেরগঞ্জ ব্লকের সেরা ইউটুবার হয়ে উঠেছেন। Dip Electronics Lab এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব রয়েছে আজ ২৮/০৮/২০২৪ পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৬০ হাজারের ও বেশি। ইউটিউব এর পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন- ইনস্টাগ্রাম, ফেইসবুক এই গুলিতে ও ভালো পরিমানে ফলোয়ার রয়েছে।

Dhuliyan Top Youtuber
Dhuliyan Top Youtuber

Dip Electronics Lab ই-কমার্স ওয়েবসাইট

Dip Electronics Lab এই ইউটিউব চ্যানেলের দর্শকদের ইলেক্ট্রনিক্স পার্সের চাহিদা পূরণ করার জন্য, তিনি Dip Electronics Lab নামে ই-কমার্স ষ্টোর ওয়েবসাইট তৈরী করেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রনিক্সের পার্স ক্রয় করতে পারবেন। আপনি যদি ইলেক্ট্রনিক্স সম্পর্কিত আরো অভিজ্ঞতা অর্জন করতে চান। সেক্ষেত্রে আমরা আপনাদের বলতে পারি আপনারা Dip Electronics Lab ব্লগ ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানুন।

Top Youtubers In Samsherganj: বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন সামশেরগঞ্জের সেরা ইউটুবারের সমন্ধে। এই ধরনের নতুন নতুন প্রতিবেদনের আপডেট পেতে চোখ রাখুন gyanpix.com ওয়েবসাইটের পাতায়। ইউটিউব সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments