Video Editing Tips In Bangla
ফেসবুক, ইনস্টাগ্রাম,ইউটিউব এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির জন্য দিন দিন ভিডিও এডিটিং এর চাহিদা বেড়েই চলেছে। আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তবে আপনি ঠিক জায়গায় পৌচ্ছেছেন।
আমরা ভিডিও বলতে জানি কোনো স্থান বা কোনো বস্তুর ক্যামেরা দিয়ে ফুটেজ তৈরী করাকে। আমরা সকলেই জানি সেই ক্যামেরা বন্দি ফুটেজকে একজন এডিটর খুব সুন্দর করে তোলে।
ভিডিও এডিটিং কি? Video Editing Tips In Bangla
ক্যামেরা দিয়ে রেকডিং করা ভিডিও ও এডিট করা ভিডিওর মধ্যে অনেক পার্থক্য দেখতে পায়। সাধারন ভিডিওকে সুন্দর ভাবে এডিট করে আকর্ষণীয় করে তোলাকে ভিডিও এডিটিং বলে।
যারা ভিডিও এডিট করে থাকেন তাদেরকে ভিডিও এডিটর বলা হয়। কারন একজন ভিডিও এডিটর সাধারন ভিডিও থেকে অকেজো ভিডিওর অংশ গুলিকে কেটে বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকুকে নিয়ে,সেই ভিডিওর উপর নতুন ভাবে কালার,সাউন্ড,টেক্সট,ইফেক্ট ইত্যাদি যুক্ত করেন।
আপনারা ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করবেন। ক্যামেরা বন্দি করা ভিডিও ফুটেজ থেকে এডিট করা ভিডিওর মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাবেন। এর ফলে ভিডিও আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠবে। এরফলে ভিডিও দেখতে সকলেই আগ্রহী হয়ে ওঠেন।
আরও পড়ুন:- Online Money Earn
কেন জরুরি ভিডিও এডিটিং:- Video Editing Tips In Bangla
আমাদের দৈনন্দিন জীবনের ছোটো বড়ো সামাজিক অনুষ্ঠান গুলোকে স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করিয়ে থাকি। যারা ভিডিও করে থাকে তারা তাদের অভিজ্ঞতার সাথে কাজ করে থাকে।
এখন ব্যাপক পরিমানে ভিডিও এডিটরের চাহিদা রয়েছে।
বর্তমান যুগে সকল শ্রেণীর মানুষ ভিডিও দেখতে আগ্রহী হয়ে ওঠেন। আপনি হিসেবে করে যদি দেখেন শতকরা ১০০ জনের মধ্যে ৯৫ জন্যেই ভিডিও দেখতে খুব ভালোবাসে।একই রকম ভিডিও আবার সকলে দেখতে পছন্দ করে না। এক একজন এক একরকভিডিও দেখতে পছন্দ করেন। যেমন- কেউ মুভি দেখতে পছন্দ করে তো আবার কেউ নাটক দেখতে পছন্দ করে এই রাঃ ভাবে সকলে ভিডিওর প্রতি জড়িত রয়েছে।
বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজেদের প্রতিভাকে তুলে ধরে প্রচুর পরিমানে অর্থ উপার্জন করা যায়।
অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে অন্যতম হল- ইউটিউব। এই ইউটিউবে আপনি আপনার আপনার ভিডিও উপলোড করে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন।
ভিডিও এডিটিং শিখব কিভাবে ? Video Editing Tips In Bangla
আপনি যদি সত্যিকারের এক জন ভিডিও এডিটর হতে চান তবে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আমি আশাকরি আজকের এই আর্টিকেল আপনাকে ভিডিও এডিটিং শিখতে অনেক সাহায্য করবে। ভিডিও এডিটিং কাজগুলি বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা হয়।
আপনি যদি সেই সফটওয়্যার গুলির সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কোনো ভাবেই ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন না।
আবার অনেকেই আছেন যারা ভহবেন ভিডিও এডিটিং আমার কাছে কোনো বড়ো ব্যাপার না। কারন যারা মোবাইলে app এর মাধ্যমে এডিট করে থাকেন তাদের সহজ মনে হয়। কম্পিউটার এর তুলনায় খুব সহজ হয় মোবাইল app গুলি দিয়ে ভিডিও এডিটিং করা।
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে তার ভাবেন আমি ভিডিও এডিটিং মাস্টার হয়ে উঠেছি। তাদের আর কোনো কিছু জানার নেই এটি একে বাড়ে ভুল ধারণা।
কারন ভিডিও এডিটিং এত সহজ নয় ভিডিও এডিটিং হল-এক বিশাল বড় সেক্টর। আপনাকে ভিডিও এডিটিং এর কাজ করতে হলে বড়ো বড়ো সফটওয়ারের দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি একজন প্রোফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন। তখন আপনাকে adobe premiere pro এর মতো বড়ো সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে।
আপনারা চাইলেই এই সফটওয়্যার গুলি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ এ ইনস্টল করে ব্যাবহার করতে পারবেন।
আপনি যদি সত্যিকারের প্রোফেশনাল এডিটর হতে চান তবে আপনাকে প্রচুর পরিমানে প্রাকটিস করতে হবে। তাহলেই আপনি একজন প্রোফেশনাল ভিডিও এডিটর হয়ে উঠবেন।
আপনি ভিডিও এডিটিং শিখবেন কিভাবে? আজকের দিনে ভিডিও এডিটিং শিক্ষা খুব সহজ হয়ে উঠেছে। ভিডিও এডিটিং শিখতে হলে আপনি একজন অভিজ্ঞ এডিটরের কাছথেকে শিখতে পারেন। অথবা ভালো মানের একটি ভিডিও এডিটিং সংস্থার কাছ থেকে কোর্স করে শিখতে পারেন।
সফটওয়্যার :- Video Editing Tips In Bangla
আপনি যখন ভিডিও এডিট করার কথা ভাবেন সেক্ষেত্রে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যাবহার করতে হবে।
বর্তমানে বিভিন্ন browser এর মাধ্যমে আপনারা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার গুলিকে ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন।
তবে একটি কথা মাথায় রাখবেন যত উন্নতমানের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করবেন, আপনার ভিডিও এডিট এর ফলাফল ততটাই ভালো হবে।
আপনারা প্রিমিয়াম ভিডিও এডিটর এ যে অ্যাডভান্স ফিচার গুলি পাবেন। সেই ফিচার গুলি হয়তো ফ্রি ভিডিও এডিটর সফটওয়্যার এ নাও পেতে পারেন। ফ্রি সফটওয়ারের মধ্যে আপনারা খুব সুন্দর ভাবে বেসিক কাজ গুলি করতে পারবেন।
আপনি যদি ভাবেন আমি প্রোফেশনাল ভিডিও এডিটর হব। তবে আপনারা একটি কাজ করতে পারেন কি কাজ- অনলাইন মার্কেটে প্রচুর ভিডিও এডিটর সফটওয়্যার পেয়ে যাবেন। যার মূল্য খুবই অল্প আর এই সফটওয়্যার গুলি দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করতে পারবেন।
সেরা সফটওয়্যার গুলি কি কি? Video Editing Tips In Bangla
- Adobe Premiere Pro
- Davinci Resolve
- Final Cut Pro
- Filmora
- Movavi
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনি ভিডিও এডিটিং সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার বন্ধুদের সাথে পোষ্টটি অবশ্যই শেয়ার করুন।আপনার কিছু জানার থাকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।