HomeTECHVivo T3 Lite 5G |মাত্র দশ হাজার টাকায় কিনুন Vivo T3...

Vivo T3 Lite 5G |মাত্র দশ হাজার টাকায় কিনুন Vivo T3 Lite 5G

Vivo T3 Lite 5G

VIVO T3 LITE 5G
VIVO T3 LITE 5G

Vivo কোম্পানি T সিরিজের সবথেকে কম দামের 5G মোবাইল লঞ্চ করেছেন। Vivo কোম্পানির T সিরিজের মধ্যে Vivo T3 Lite 5G মোবাইলটি নতুন ভাবে লঞ্চ করেছেন। Vivo কোম্পানির এর থেকে সস্তা 5G স্মার্টফোন আর নেই। এই মোবাইলে আপনার যে ফিচার গুলি পাবেন তা শুনলে অবাক হবেন। দামি দামি স্মার্টফোনকে টেক্কা দিবে Vivo কোম্পানির Vivo T3 Lite 5G। এই স্মার্টফোনে আছে 50 মেগা পিক্সেল সহ ডুয়েল মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 8 মেগা পিক্সেল, 5000MAh ব্যাটারি, 6.67 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি 6300 5G প্রসেসর, RAM 6GB+ 6GB পর্যন্ত বাড়াতে পারবেন। আপনি যদি এই মোবাইল সম্পর্কে সমস্ত বিবরণ জানতে চান তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Vivo কোম্পানী Vivo T3 Lite 5G মোবাইলটি দুই রকম স্টোরেজ মডেল সহ পেশ করেছে ভারতের বাজারে।

Vivo T3 Lite 5G স্মার্টফোনের সমস্ত বিবরণ:-

ডিসপ্লে:- Vivo T3 Lite 5G মোবাইলে পাবেন- 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ পিক্সেল রেজ্যুলেশন, প্যানেল এলসিডি এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 90Hz রিফ্রেশরেট, ডিসপ্লে Brightness- 840 Nits দেওয়া হয়েছে।

রিয়েল ক্যামেরা:- Vivo T3 Lite 5G মোবাইলে আছে ডুয়েল রিয়েল ক্যামেরা। রিয়েল ক্যামেরা হল 50 মেগা পিক্সেল,Sony Sensor সহ। এবং অপরটি হল- 2 মেগা পিক্সেল ক্যামেরা।

VIVO T3 LITE 5G
VIVO T3 LITE 5G

ফ্রন্ট ক্যামেরা:– এই মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগা পিক্সেল ভিডিও কল ও সেলফি তুলার জন্য।

কালার:- Vivo T3 Lite 5G স্মার্টফোনটি দুই রকম কালার সহ বাজারে লঞ্চ করেছে। 1. Majestic Black, 2. Vibrant Green

ব্যাটারি:- Vivo T3 Lite 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে 5000MAh Lithium-ion সহ ব্যাটারী। একবার ফুল চার্জ করলে আপনারা 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন। এছাড়াও 14 ঘন্টা ইনস্টাগ্রাম শর্ট ভিডিও প্লেব্যাক, 35 ঘন্টা 5G কল, 10 ঘন্টা Whatsapp কল করতে সক্ষম।

প্রসেসর:- Vivo T3 Lite 5G মোবাইলে মিডিয়াটেক Dimensity 6300 6nm চিফসেট সহ লঞ্চ করেছেন। প্রসেসর Core- Octa core, প্রাথমিক ঘড়ির গতি-2.24 GHz এবং সেকেন্ড ঘড়ির গতি- 2.GHz

স্টোরেজ:- Vivo T3 Lite 5G মোবাইলটিতে দুটি স্টোরেজ পাবেন। প্রথমটি হল- 4GB RAM + 128GB ROM এবং অপরটি হল 6GB RAM + 128GB ROM পরবর্তীতে চাইলে Extended এর মাধ্যমে 6GB RAM বাড়াতে পারবেন।

অপারেটিং সিস্টেম:- Vivo T3 Lite স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হল- Android 14

এছাড়াও অন্যান্য বিবরণ:- Vivo T3 Lite মোবাইলে পাবেন- ডুয়াল সিম, ওয়াই ফাই, Bluetooth, 15 ওয়াট মোবাইল চার্জিং পাওয়ার, ধুলা ও জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য থাকছে- IP64, এই সমস্ত ফিচার আপনারা পাবেন।

VIVO T3 LITE 5G
VIVO T3 LITE 5G

অপারেটিং সিস্টেম – Android 14
মেইন ক্যামেরা – 50 মেগা পিক্সেল প্লাস ২ মেগা পিক্সেল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা- ৮ মেগা পিক্সেল ক্যামেরা
ব্যাটারি- 5000MAh, Lithium- Ion
ডিসপ্লে সাইজ- 16.66 সেমি 6.56 ইঞ্চি ডিসপ্লে
প্রসেসর- 6300 মিডিয়াটেক 6NM প্রসেসর
মোবাইল কালার- Vibrant Green | Majestic Black

Vivo T3 Lite স্মার্টফোনের দাম-

Vivo কোম্পানি ভারতের মার্কেটে মোবাইলটি দুই রকম স্টোরেজের সাথে লঞ্চ করেছে।
১. প্রথম মোবাইলে যে স্টোরেজ গুলি পাবেন- 4GB RAM + 128GB ROM এই মোবাইলটির দাম রেখেছেন 10499 টাকা।
২. অপর দিকে দ্বিতীয় মোবাইলটি পাবেন 6GB RAM + 128GB ROM এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে প্রায় 11499 টাকা।

Vivo T3 Lite লঞ্চ ডিসকাউন্ট অফার:-

2024 সালের 4 জুলাই থেকে শুরু করা হবে সেল- ভিভো ওয়েবসাইট, ফ্লিপকার্ট ই-কমার্স এবং রিটেল আউটলেটের মাধ্যমে।

১. Vivo কোম্পানির Vivo T3 Lite মোবাইলটি লঞ্চ হিসেবে দুটি ব্যাঙ্ককে বেছে নিয়েছে ডিসকাউন্ট আফার হিসেবে। HDFC এবং ICICI ব্যাঙ্ক এই দুটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এর মাধ্যমে ক্রয় করলে ইনস্ট্যান্ট 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়াও EMI এর সুবিধা রয়েছে।

২. এই অফারটি পাবেন 04/07/2024 সেলের প্রথম দিন থেকে শুরু করে 31/07/2024 তারিখ পর্যন্ত।

৩. এছাড়া ও কোম্পানির পক্ষ থেকে আরো একটি অফার দিয়েছে শুধু মাত্র 04/072024 তারিখ সেলের প্রথম দিনের জন্য। আপনারা Vivo T3 Lite মোবাইলটি কিনলে তার সাথে পাবেন 10w মোবাইল চার্জার মাত্র 299 টাকায়। এই অফারটি কেবল মাত্র এক দিনের জন্য।

৪. ক্রেডিট ও ডেবিট কার্ডের অফারের সাহায্যে আপনারা প্রথম মোবাইলটি কিনতে পারবেন 10,499 টাকা থেকে 500 টাকা বাদ দিয়ে মোট 9,999 টাকাতে। এবং দ্বিতীয় মোবাইলটি পাবেন 11,499 টাকা থেকে 500 টাকা বাদ দিয়ে 10,999 টাকায়।

আশা করছি আপনারা নিশ্চয় উপরের প্রতিবেদনটি পরে জানতে পেরেছেন Vivo T3 Lite 5G স্মার্টফোনটির বিবরণ সম্পর্কে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments