ভিভো সংস্থার টি সিরিজের আরো একটি নতুন Vivo T3 Pro 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো। দুটি ভেরিয়েন্টের সাথে ভারতের বাজারে ফোনটি পেশ করেছে। ফটো তোলার সময় ফটোর মধ্যে থাকা অকেজ অংশকে এক ক্লিকেই মুছে ফেলতে পারবেন AI Erase এর সাহায্যে। ৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর এই দুই দিন লঞ্চ সেল হিসেবে গ্রাহকদের জন্য থাকছে ফ্ল্যাট ৩ হাজার টাকার ছাড়। ৫৫০০mAhh ব্যাটারি, স্লাশ জল ও ধূলোর হাত থেকে ফোনটি প্রতিরক্ষা করতে পারে তার জন্য থাকছে IP64 রেটিং। এই ফোনে একাধিক নতুন নতুন টেকনোলজি যুক্ত করা হয়েছে। আসুন তাহলে দেখে নিই এই ফোনের মধ্যে থাকা ফিচার সম্পর্কে।
আরও পড়ুন:- Vivo T3x 5g ফোনের দাম ও ফিচার সম্পর্কে জানুন।
Vivo T3 Pro 5G ফোনের সেলের তারিখ ও সেল অফার
ভারতের বাজারে দুটি মডেলের সাথে পাওয়া যাবে ভিভো সংস্থার লঞ্চ হওয়া নতুন T3 Pro 5G ফোনটি। প্রথম মডেলের ফোনে স্টোরেজ পাওয়া যাবে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ভেরিয়েন্টের মডেলের ফোনে থাকছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম।
লঞ্চের দিনেই ভিভো সংস্থার পক্ষ থেকে জানানো হয় দুই ভেরিয়েন্টের ফোনেই পাওয়া যাবে ৩০০০ টাকার ফ্ল্যাট ছাড়। এই ছাড়টি গ্রাহকরা পেতে চাইলে তাদের কাছে থাকতে হবে, HDFC এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে একবারে ফুল টাকা পেমেন্ট এবং ক্রেডিট কার্ড EMI করলে অফারটি পাবেন। এই অফারটি কেবল মাত্র দুই দিনের জন্য ৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
প্রথম ভেরিয়েন্ট মানে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই ফোনের লঞ্চ দাম নির্ধারিত করা হয়েছে ২৪,৯৯৯ টাকা।
দ্বিতীয় ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই মডেলের মোবাইলের লঞ্চ দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা।
আরও পড়ুন:- vivo v30e pro 5g ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানুন।
T3 Pro 5G মোবাইলের স্পেসিফিকেশন
ডিসপ্লে: T3 Pro 5G ফোনে থাকছে ৬.৭৭ ইঞ্চির স্ক্রিন কার্ভ এমোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৩৯২*১০৮০ পিক্সেল, লোকাল পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস, রিফ্রেশ রেট- ১২০, কালার গামুট- ১00% DCI-P3, ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন।
প্রসেসর: T3 Pro 5G ফোনটি দ্রুত কাজ করতে পারে তার জন্য দেওয়া হয়েছে একটি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ Gen৩ প্রসেসর। এছাড়া ও যুক্ত করা হয়েছে ৪ ন্যানো মিটার প্রসেস।
স্টোরেজ: এই T3 Pro 5G ফোনে এক্সটেন্ডেড এর মাধ্যমে ৮ জিবি + ৮ জিবি Ram করা সম্ভব। এই ফোনে সব থেকে বড়ো স্টোরেজ থাকছে ২৫৬ জিবি। এই ফোনের প্রথম স্টোরেজে থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ভেরিয়েন্টে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম।
কালার: Sandstone Orange, Emerald Green এই দুই ধরনের কালার সহ ভারতের গ্রাহকরা ফোনটি ক্রয় করতে পারবে।
মেইন ক্যামেরা: Vivo T3 Pro 5G ফোনটি দুটি প্রধান ক্যামেরার সাথে পেশ করা হয়েছে। প্রথম প্রধান রিয়েল ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল, এবং দ্বিতীয় ক্যামেরাটি হল- ৮ মেগা পিক্সেল ক্যামেরা।
রিয়েল ক্যামেরার ফিচার: Photo, Portrait, Pano, Night, Snapshot, Dual View, Video, 50 MP, Live Photo, Ultra HD Document, Slow-mo, Time-lapse, Supermoon, Pro.
সেলফি ক্যামেরা: ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে Vivo T3 Pro 5G ফোনে।
সেলফি ক্যামেরা ফিচার: Live Photo, Dual View, Photo, Portrait, Video.
ব্যাটারি: এই ফোনে দেওয়া হয়েছে একটি বড়ো শক্তিশালী ৫৫০০mAh ব্যাটারি। এই ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে ৪৬ মিনিট। একবার ফুল চার্জ করলেই ইউজাররা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবে। যেমন- ইউটিউব ভিডিও প্লেব্যাক- ২৭.৫১ ঘন্টা, সোশ্যাল মিডিয়া- ১৩.৮৫ ঘন্টা, গেম- ৯.০২ ঘন্টা, মিউজিক প্লেব্যাক- ৬০.০৯ ঘন্টা। ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার দেওয়া হয়েছে দ্রুত চার্জ করার জন্য।
অন্যান্য:- অপারেটিং সিস্টেম- Funtouch OS 14, Android 14, In-display optical fingerprint sensor, Battery Type- Li-ion battery, Bluetooth 5.4, USB 2.0, Sensors- Ambient Light Sensor, Accelerometer, E-compass, Gyroscope, Color Temperature Sensor, Proximity Sensor, Motor, Rear flash.
আরও পড়ুন:- vivo t3 lite 5g Smartphone
এই প্রতিবেদন টি সম্পূর্ণ পড়ার পরে ও যদি আপনাদের মনে Vivo T3 Pro 5G ফোন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে তবে কমেন্ট করে জানান। আপনারা যদি টেক সম্পর্কিত প্রতিবেদন পড়তে ভালোবসেন তবে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।