HomeTECHVivo T3 Ultra 5G|ডিমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর সহ লঞ্চ হয়েছে?

Vivo T3 Ultra 5G|ডিমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর সহ লঞ্চ হয়েছে?

অনেক অপেক্ষার পরে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Vivo T3 Ultra 5G স্মার্টফোন। ৫৫০০mAh শক্তিশালী ব্যাটারি সহ পেশ করা হয়েছে, মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট, জল ও ধূলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়া হয়েছে IP68 রেটিং। উন্নত ফিচার যুক্ত Vivo T3 Ultra ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টের সাথে। ভিভো (Vivo) সংস্থার T3 Ultra এই শক্তিশালী ফোনটির সম্পর্কে সবিস্তারে তুলে ধরা হয়েছে আজকের এই আর্টিকেলের মাধ্যমে। ফোনটির সম্পর্কে জানতে ইচ্ছুক থাকলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

Vivo T3 Ultra 5G
Vivo T3 Ultra 5G

Vivo T3 Ultra 5G ফোনটির সেলের তারিখ ও দাম জানুন ভারতের বাজারে কত?

ভিভো সংস্থার Vivo T3 Ultra 5G এই নতুন ফোনটির ভারতের বাজারে সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ ঘটিকায়। ফোনটির অনলাইন সেল সাইট গুলি হল ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এবং ভিভি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিনতে পারা যাবে। এছাড়াও অফলাইনে কিনতে পারবেন অনুমোদিত রিটেলারের কাছ থেকে।

Vivo T3 Ultra ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ পাওয়া যাবে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম, মিড ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি RAM + ২৫৬ জিবি রম, টপ ভেরিয়েন্টের ফোনে থাকছে স্টোরেজ ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম। এই তিন ধরনের স্টোরেজের সাথে ফোনটি ভারতের গ্রাহকরা কিনতে পারবেন।

বেস মডেলের ৮ জিবি RAM + ১২৮ জিবি রম যুক্ত ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা।

মিড মডেলের ৮ জিবি RAM + ২৫৬ জিবি রম স্টোরেজ যুক্ত মোবাইলের লঞ্চ দাম রাখা হয়েছে ৩৩,৯৯৯ টাকা।

টপ মডেলের ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম যুক্ত মোবাইলের লঞ্চ দাম হল ৩৫,৯৯৯ টাকা।

এই ফোনটি সেলের প্রথম দিন কিনলে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় ছাড় ফ্ল্যাট ৩০০০ টাকা। এই অফারটি পেতে গ্রাহকদের কাছে থাকতে হবে HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড।

Vivo T3 Ultra 5G
Vivo T3 Ultra 5G

Vivo T3 Ultra 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: T3 Ultra 5G এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন ও 1.5K এমোলেড কার্ভ ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ২৮০০*১২৬০ পিক্সেল, ৪৫০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস।

চিপসেট: ফোনটি যাতে দূর্দান্ত পারফমেন্স করতে পারে তার জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর। এছাড়া ও যোগ করা হয়েছে ৪ ন্যানো মিটার প্রসেস।

স্টোরেজ: তিনটি ভেরিয়েন্ট বিশিষ্ট T3 Ultra 5G ফোনের প্রথম ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ফোনে স্টোরেজ হলো- ৮ জিবি RAM + ২৫৬ জিবি রম এবং তৃতীয় ফোনের স্টোরেজ হলো- ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম।

মেইন ক্যামেরা: এই ফোনে পাওয়া যাবে দুটি রিয়েল ক্যামেরার সেটআপ। প্রধান রিয়েল ক্যামেরাতে থাকছে ৫০ মেগা পিক্সেল Sony IMX921 OIS ক্যামেরা। এবং দ্বিতীয় ক্যামেরায় যোগ করা হয়েছে ৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।

মেইন ক্যামেরা ফিচার: Portrait, Video, High Resolution, Photo, Micro Movie, Pano, Dual View, Ultra HD Document, Supermoon, Slo-mo, Time-lapse, Astro, Pro, Snapshot, Food, Live Photo, Night.

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ক্যামেরায় যুক্ত করা হয়েছে ৫০ মেগা পিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে ইউজাররা দুর্দান্ত কোয়ালিটির ফটো তুলতে পারবে।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Photo, Night, Video, High Resolution, Live Photo, Dual View, Portrait, Micro Movie.

ব্যাটারি: T3 Ultra 5G ফোনটিতে যুক্ত করা হয়েছে দূর্দান্ত ব্যাটারি ব্যাকআপের পারফমেন্সের জন্য ৫৫০০mAh ব্যাটারি। এই ফোনে পাবেন ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। একবার ফুল চার্জ করলে ফোনটি ব্যবহার করা যাবে দীর্ঘ সময় ধরে। যেমন- ৯ ঘন্টার বেশি সময় ধরে pubg গেম খেলা সম্ভব, ইনস্টাগ্রাম শর্ট ভিডিও দেখে যাবে ১৩ ঘন্টার বেশি সময়, ইউটিউব স্ট্রিমিং করতে পারা যাবে ২২ ঘন্টার বেশি, ৬৫ ঘন্টার বেশি সময়ে ধরে Music স্ট্রিমিং করতে পারবেন।

কালার: Frost Green ও Lunar Gray এই দুই ধরনের কালারের সাথে ফোনটি পেশ করা হয়েছে।

অন্যান্য ফিচার: Bluetooth 5.3, USB 2.0, Operating System- Android 14, Ingress Protection Rating- IP68, Sensors- Accelerometer, Gyroscope, Proximity Sensor, E-compass, Ambient Light Sensor, In-display optical fingerprint sensor, Ordinary motor, Charging Power- 80W, Battery Type- Li-ion battery.

আপনারা নিশ্চয় জানতে পেরেছেন Vivo T3 Ultra 5G ফোনটির সম্পর্কে। এই ধরনের আপনারা যদি নতুন নতুন আপডেট পেতে চান তবে gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments