Vivo T3x 5G ফোনটি ভারতের বাজারে তিনটি স্টোরেজের সাথে লঞ্চ করেছিল। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬ gen ১ প্রসেসর, ৬০০০mAh ব্যাটারি, রেজ্যুলেশন- ২৪০৮*১০৮০ ফুল HD প্লাস রেজুলেশন, ৫০ মেগা পিক্সেল মেইন ক্যামেরা সহ একাধিক উন্নত মানের ফিচার। আসুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিই Vivo T3x এই ফোনে থাকা স্পেসিফিকেশন ও কোন মডেল দাম কত সবিস্তারে তুলে ধারা হয়েছে।
ভারতের বাজারে দাম
Vivo T3x এই ফোনটি ভারতের বাজারে তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৪ জিবি Ram + ১২৮ জিবি রম ও দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৬ জিবি Ram + ১২৮ জিবি রম এবং টপ মডেলের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম।
৪ জিবি Ram + ১২৮ জিবি রম এই স্টোরেজের ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ১৩,৪৯৯ টাকা।
৬ জিবি Ram + ১২৮ জিবি রম এই ভেরিয়েন্টের স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা।
৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই ভেরিয়েন্টের স্টোরেজের মোবাইলে দাম রাখা হয়েছে ১৬,৪৯৯ টাকা।
সম্পূর্ণ স্পেসিফিকেশন জানুন
ডিসপ্লে: Vivo T3x 5G এই ফোনে থাকছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৪০৮*১০৮০ পিক্সেল ফুল HD প্লাস রেজ্যুলেশন, রিফ্রেশ রেট- ১২০, ব্রাইটনেস- ১০০০ নিটস,
প্রসেসর: ফোনটিতে ইউজাররা যেন সব ধরনের কাজ স্মুথ ভাবে করতে পারে তার জন্য থাকছে স্ন্যাপড্রাগন ৬ gen ১ প্রসেসর। এছাড়া ও এই ফোনে দেওয়া থাকছে ৪ ন্যানো মিটার প্লাটফর্ম চিপসেট।
স্টোরেজ: ভিভো সংস্থা ভারতের বাজারে ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে থাকছে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম ও দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি রম এবং তৃতীয় ভেরিয়েটের মোবাইলে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম। এই তিনটি ভেরিয়েন্টের সাথে ভারতের গ্রাহকরা কিনতে পারবে।
কালার: 1. Crimson Bliss, 2. Celestial Green এই দুটি কালারের সাথে ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে।
মেইন ক্যামেরা: এই ফোনে দুটি প্রধান ক্যামেরার সেটআপ থাকছে। প্রধম প্রধান ক্যামেরা হল- ৫০ মেগা পিক্সেল এবং দ্বিতীয় প্রধান ক্যামেরা হল ২ মেগা পিক্সেল।
মেইন ক্যামেরা ফিচার: Photo, High resolution, Portrait, Night, Live Photo, Time-lapse, Video, Slo-mo, Pro, Pano, High resolution, Documents,
ফ্রন্ট ক্যামেরা: লাইভ ভিডিও শুট ও সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগা পিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, Live Photo, Photo, Video,
ব্যাটারি: ইউজাররা Vivo T3x 5G এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাবে দীর্ঘ সময় ধরে তার জন্য থাকছে ৬০০০mAh ব্যাটারি।
অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Funtouch OS 14, Side-mounted fingerprint sensor, Sensors- Gyroscope, Proximity Sensor, Ambient Light Sensor, E-compass, Accelerometer, Weight- 199g, Processor Core- Octa Core, Resolution Type- Full HD Plus, Display Type- Full HD Plus LCD.
Vivo V3x 5g: বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ে কতটা উপকৃত হলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি পরিমানে শেয়ার করে দিন। ধন্যবাদ।