HomeTECHVivo T3x 5G|6000mAh ব্যাটারি সহ স্পেসিফিকেশন বিস্তারিত জানুন

Vivo T3x 5G|6000mAh ব্যাটারি সহ স্পেসিফিকেশন বিস্তারিত জানুন

Vivo T3x 5G ফোনটি ভারতের বাজারে তিনটি স্টোরেজের সাথে লঞ্চ করেছিল। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬ gen ১ প্রসেসর, ৬০০০mAh ব্যাটারি, রেজ্যুলেশন- ২৪০৮*১০৮০ ফুল HD প্লাস রেজুলেশন, ৫০ মেগা পিক্সেল মেইন ক্যামেরা সহ একাধিক উন্নত মানের ফিচার। আসুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিই Vivo T3x এই ফোনে থাকা স্পেসিফিকেশন ও কোন মডেল দাম কত সবিস্তারে তুলে ধারা হয়েছে।

Vivo T3x 5G
Vivo T3x 5G

ভারতের বাজারে দাম

Vivo T3x এই ফোনটি ভারতের বাজারে তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৪ জিবি Ram + ১২৮ জিবি রম ও দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৬ জিবি Ram + ১২৮ জিবি রম এবং টপ মডেলের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম।

৪ জিবি Ram + ১২৮ জিবি রম এই স্টোরেজের ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ১৩,৪৯৯ টাকা।

৬ জিবি Ram + ১২৮ জিবি রম এই ভেরিয়েন্টের স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা।

৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই ভেরিয়েন্টের স্টোরেজের মোবাইলে দাম রাখা হয়েছে ১৬,৪৯৯ টাকা।

Vivo T3x 5G
Vivo T3x 5G

সম্পূর্ণ স্পেসিফিকেশন জানুন

ডিসপ্লে: Vivo T3x 5G এই ফোনে থাকছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৪০৮*১০৮০ পিক্সেল ফুল HD প্লাস রেজ্যুলেশন, রিফ্রেশ রেট- ১২০, ব্রাইটনেস- ১০০০ নিটস,

প্রসেসর: ফোনটিতে ইউজাররা যেন সব ধরনের কাজ স্মুথ ভাবে করতে পারে তার জন্য থাকছে স্ন্যাপড্রাগন ৬ gen ১ প্রসেসর। এছাড়া ও এই ফোনে দেওয়া থাকছে ৪ ন্যানো মিটার প্লাটফর্ম চিপসেট।

স্টোরেজ: ভিভো সংস্থা ভারতের বাজারে ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে থাকছে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম ও দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি রম এবং তৃতীয় ভেরিয়েটের মোবাইলে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম। এই তিনটি ভেরিয়েন্টের সাথে ভারতের গ্রাহকরা কিনতে পারবে।

কালার: 1. Crimson Bliss, 2. Celestial Green এই দুটি কালারের সাথে ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে।

মেইন ক্যামেরা: এই ফোনে দুটি প্রধান ক্যামেরার সেটআপ থাকছে। প্রধম প্রধান ক্যামেরা হল- ৫০ মেগা পিক্সেল এবং দ্বিতীয় প্রধান ক্যামেরা হল ২ মেগা পিক্সেল।

মেইন ক্যামেরা ফিচার:  Photo, High resolution,  Portrait, Night, Live Photo, Time-lapse, Video, Slo-mo, Pro, Pano, High resolution, Documents,

ফ্রন্ট ক্যামেরা: লাইভ ভিডিও শুট ও সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগা পিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, Live Photo, Photo, Video,

ব্যাটারি: ইউজাররা Vivo T3x 5G এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাবে দীর্ঘ সময় ধরে তার জন্য থাকছে ৬০০০mAh ব্যাটারি।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Funtouch OS 14, Side-mounted fingerprint sensor, Sensors- Gyroscope, Proximity Sensor, Ambient Light Sensor, E-compass, Accelerometer, Weight- 199g, Processor Core- Octa Core, Resolution Type- Full HD Plus, Display Type- Full HD Plus LCD.

Vivo V3x 5g: বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ে কতটা উপকৃত হলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি পরিমানে শেয়ার করে দিন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments