HomeTECHVivo V30e Pro 5G | 50MP Selfi Camera Phone | Vivo India

Vivo V30e Pro 5G | 50MP Selfi Camera Phone | Vivo India

Vivo V30e Pro 5G

Vivo কোম্পনির V সিরিজের Vivo V30 এবং Vivo V30 Pro এই ফোনদুটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এর ফলে Vivo সংস্থা V সিরিজের আরো একটি Vivo V30e Pro 5G নামে স্মার্টফোন বাজারে এনেছে। আপনারা কি জানেন Vivo কোম্পানির V সিরিজের মধ্যে সব থেকে কম দামের মোবাইল কোনটি?

আপনারা Vivo V30e Pro 5G ফোনটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা সঠিক ওয়েবসাইট এ এসে পৌচ্ছেছেন। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরেছি Vivo কোম্পানির V সিরিজের স্মার্টফোনটির A To Z খুঁটিনাটি তথ্য। চলুন এবার আমরা জেনে নিবো Vivo V30e Pro 5G মোবাইলে কি কি ফিচার রয়েছে।

প্রথমে আমরা জন্য ভারতের বাজারে Vivo স্মার্ট ফোনটির দাম কত?

ভারতের বাজারে আপনারা এই ফোনটি দুই রকম দামে কিনতে পারবেন। 8GB RAM+ 128GB ROM এই স্টোরেজের ফোনটি পাবেন 27,999 টাকায় এবং অপরটি 8GB RAM+ 256GB ROM এই স্টোরেজের ফোনটি কিনতে পারবেন 29,999 টাকা দিয়ে।

কালার: Vivo কোম্পানির V সিরিজের মধ্যে Vivo V30e Pro 5G এই ফোনটির দুই রকম কালার সহ বাজারে লঞ্চ করেছে। 1. Slik Blue 2. Velvet Red। এই দুটি কালারের মধ্যে আপনারা ফোনটি কিনতে পারবেন।

Vivo V30e Pro 5G ফোনের বিবরণ:

ডিসপ্লে: Vivo V30e Pro 5G স্মার্টফোনে রয়েছে Ultra-Slim 3D Curved Full HD প্লাস ডিসপ্লে। 6.7 ইঞ্চি ডিসপ্লে সাইজ, রেজুলেশন- 2400*1080, রিফ্রেশ রেট- 120Hz, ব্রাইটনেস- 1300 নিটস, Amoled Display টাইপ দিয়ে তৈরী করা হয়েছে।

মেইন ক্যামেরা:- Vivo V30e Pro 5G ফোনটিতে মোট তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা 50 মেগা পিক্সেল, F/1.79 79 Degree সেন্সর রয়েছে। এছাড়াও 8 মেগা পিক্সেল ওয়াইড আঙ্গেল ক্যামেরা F/2.2 120 FOV লেন্স আছে।

মেইন ক্যামেরা দৃশ্য মোড: ভিডিও,নাইট, পানো, ফটো,সুপারমুন,প্রো, ডুয়েল ভিউ,লাইভ ফটো, 50 মেগা পিক্সেল।

ফ্রন্ট ক্যামেরা: গ্রাহকদের কথা মাথায় রেখে Vivo V30e Pro 5G মোবাইলে সেলফি ও ভিডিও রেকডিং এর জন্য 50 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। ভিভো সংস্থা এই ফ্রন্ট ক্যামেরাটির নাম দিয়েছে 50MP Eye AF Selfi Camera এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফটোর পাশাপাশি 4K ভিডিও রেকডিং করা যাবে।

ব্যাটারি: Vivo V30e Pro ফোনে ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 44 ওয়াট ফাস্ট চার্জিং শ 5500MAh ব্যাটারি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাটারিতে 4 বছর পর্যন্ত হেলথ লাইফ পাওয়া যাবে। এই ফোনটি একবার ফুল চার্জ করলে 22 ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করতে পারবেন, এছাড়া গেম প্রেমীরা মোবাইলটি ফুল চার্জ করে 9 ঘন্টা পর্যন্ত গেম খেলতে পারবে।

স্টোরেজ: Vivo V30e Pro 5G এই ফোনে দুই রকম স্টোরেজ আছে 1. 8GB RAM+128GB ROM 8GB RAM+256GB ROM

চিফ ফিচার: Vivo V30e Pro 5G স্মার্টফোনটিতে একটি 4 ন্যানো মিটার Snapdragon 6 gen Octa Core প্রসেসর লাগিয়েছেন। এই প্রসেসরটি সমস্ত কাজের জন্য শক্তির দক্ষতা এবং উন্নত কর্ম দক্ষতা প্রদান করে থাকে।

সমস্ত ফিচার:

  • অপারেটিং সিস্টেম- Android 14
  • প্রসেসর নাম Snapdragon 6 gen Octa Core প্রসেসর।
  • মেইন ক্যামেরা 50 মেগা পিক্সেল এবং 8 মেগা পিক্সেল ।
  • ফ্রন্ট ক্যামেরা 50 মেগা পিক্সেল।
  • ভিডিও রেকডিং 4K, 1080,720 পিক্সেল।
  • ব্যাটারি 5500MAh
  • RAM 8GB+128 ROM | RAM 8GB+256GB ROM
  • ডিসপ্লে 6.7 ইঞ্চি, FULL HD PLUS AMOLED
  • Resolution- 2400*1080

আজকের প্রতিবেদনের মাধ্যমে আশা করছি আপনারা জানতে পেরেছেন Vivo V30e Pro 5G স্মার্টফোনটির বিবরণ সম্পর্কে। এই ধরনের আরো নতুন নতুন টিপস পেতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments