Vivo V40 5g
vivo V40 5g:ভারতের বাজারে ও খুব শীগ্রই আসতে চলেছে Vivo কোম্পানির V সিরিজের Vivo V40 5G স্মার্টফোন। ব্যাটারি ৫৫০০mAh, ক্যামেরা 50MP+50MP
ভিভো কোম্পানি V সিরিজের Vivo V40 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে পেশ করেছে। তবে ভারতের বাজারে ও খুব শীগ্রই আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এই মোবাইলটি স্থির স্বাদু জলে 1.5 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত কিছু হবে না বলে জানিয়েছে। এই মোবাইলে রয়েছে 5500mAh ব্যাটারি,12GB RAM+ 512GB স্টোরেজ। চলুন এবার আমরা জানবো এই ফোনটির সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:- Vivo V30e Pro 5G
Vivo কোম্পানির Vivo V40 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ মডেল ও দু রকম কালার সহ পাওয়া যাবে।
Vivo V40 5G ফোনের বিবরণ:-
ডিসপ্লে:- Vivo V40 5G স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি এমোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন 2800*1260, রিফ্রেশরেট- 60Hz, 120Hz, ব্রাইটনেস-4500 নিটস, Light Emitting Material Q9 সাপোর্ট করে।
রিয়েল ক্যামেরা:- ভিডিও ও ফটো তোলার জন্য Vivo V40 5G ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দুটি 50 মেগা পিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, প্রথমটিতে রয়েছে 50 মেগা পিক্সেল Zeiss Ois ক্যামেরা F/1.88, Fov 84 degree 6P লেন্স। দ্বিতীয়টিতে রয়েছে 50 মেগা পিক্সেল Zeiss Ultra Wide- Angle ক্যামেরা AF সাপোর্টেড F/2.0, Fov 119 degree 5P লেন্স।
ফ্রন্ট ক্যামেরা:- মেইন ক্যামেরার মতোই ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে খুব সুন্দর ভাবে সেলফি ও ভিডিও কল করতে পারবেন। এতে রয়েছে ৫০ মেগা পিক্সেল AF গ্ৰুপ সেলফি ক্যামেরা। AF সাপোর্টেড F/2.0, Fov- 90 degree, 5P লেন্স।
প্রসেসর:- Vivo V40 5G স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 7gen 3 প্রসেসর।
স্টোরেজ:- Vivo V40 5G ফোনে রয়েছে দুই রকম মডেল স্টোরেজ RAM টাইপ- LPDDR4 এবং ROM টাইপ- UFS2.2। প্রথম ফোনটিতে স্টোরেজ পাবেন 8GB RAM + 256 GB ROM এবং দ্বিতীয় ফোনে পাবেন 12GB RAM + 512 GB ROM এই দুই রকম স্টোরেজ সহ V40 5G স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে।
ব্যাটারি:- ভিভো কোম্পানির মোবাইলে দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 5500mAh ব্যাটারি। তবে এই ফোনটি ক্রয় করলে ফোন বক্সে চার্জার পাবেন না।
কালার:- Vivo V40 5G মোবাইলটি দুই রকম কালার সহ গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। 1. Stellar Siver 2. Nebula Purple
আরও পড়ুন:- Oppo F27 Pro Plus
Vivo V40 5G সম্পূর্ণ বিবরণ তালিকা:-
General | |
Android Version | Android 14 |
Operating System | Funtouch OS 14 |
Ingress Protection Rating | IP68 |
Color | Stellar Silver/ Nebula Purple |
SIM Type | Dual Sim |
Display | |
Display Size | 17.22 cm (6.78 inch) |
Resolution | 2800 x 1260 Pixels |
Resolution Type | Full HD Plus |
Display Type | Full HD Plus AMOLED |
Other Display Features | Brightness: 4500 nits, Refresh Rate: 60Hz, 120Hz |
Os & Processor Features | |
Processor | Qualcomm Snapdragon 7 Gen 3 |
Primary Clock Speed | 1 × 2.63 GHz |
Secondary Clock Speed | 3 × 2.4 GHz |
Tertiary Clock Speed | 4 × 1.8 GHz |
Memory & Storage Features | |
RAM | 8GB RAM+ 12GB RAM |
Internal Storage | 256GB ROM+ 512GB ROM |
Battery & Power Features | |
Battery Capacity | 5500mAh |
Battery Type | Li-ion battery |
Charging Power | 80W Fast Charging |
Camera Features | |
Primary Camera | 50 MP ZEISS OIS Main Camera+ 50 MP ZEISS Ultra Wide-Angle Camera |
Front camera | 50 MP AF Group Selfie Camera |
Scene Mode | Rear camera: Portrait, photo, night, video, pano, live photo, astro pro, micro movie, Documents, Time-lapse, Snapshot, Slo-mo, Food, Dual View, Time-lapse, High Resolution, Front camera: Photo, night, High Resolution, Portrait, micro movie, video, live photo, Dual View |
Dimensions | |
Width | 74.93 mm |
Height | 164.16 mm |
Depth | 7.58 mm |
Weight | 190g |
Back Cover Material | Glass |
Connectivity Features | |
Bluetooth Support | Yes |
Bluetooth Version | Bluetooth 5.4 |
Wi-Fi | Yes |
Wi-Fi Version | 2.4 GHz/5 GHz |
USB | USB 2.0 |
OTG | Supported |
FM | Not supported |
GPS | Supported |
NFC | Supported |
In the Box | |
Model | V40 |
USB Cable | Supported |
Quick Start Guide | Supported |
Eject Tool | Supported |
Protective Film (applied) | Supported |
Charger | Not Supported |
Phone Case | 8 GB + 256 GB Not Supported / 8 GB + 512 GB Supported |
Warranty Card | Supported |
আমাদের দীর্ঘ বিশ্বাস Vivo V40 5G স্মার্টফোনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন আজেকের প্রতিবেদন থেকে। এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটটি ফলো করতে থাকুন। ধন্যবাদ।