HomeTECHVivo V40 Pro 5G|তিনটি ৫০ মেগা পিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ

Vivo V40 Pro 5G|তিনটি ৫০ মেগা পিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ

Vivo V40 Pro 5G: ভারতের বাজারে ভিভো সংস্থার ভি সিরিজ ফোনের ব্যাপক চাহিদা থাকায় আবারো লঞ্চ করেছে V40 এবং V40 Pro। তিনটি Zeiss ৫০ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে এই ফোনে। এমোলেড ডিসপ্লে, এই মোবাইলে থাকছে রেজ্যুলেশন- ২৮০০*১২৮০ পিক্সেল ফুল হেড প্লাস। ভিভো সংস্থার V40 Pro ভেরিয়েন্টের ফোনে থাকছে সব উন্নত টেকনোলজির যুক্ত ফিচার। বন্ধুরা আর দেরি না করে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই Vivo V40 Pro 5G ফোনে থাকা সমস্ত রকমের ফিচার সম্পর্কে।

Vivo V40 Pro 5G
Vivo V40 Pro 5G

ভারতের বাজারে দাম কত ও প্রথম সেল কবে থেকে শুরু হবে

ভিভো সংস্থার ভি সিরিজের V40 Pro ফোনটি ভারতের মার্কেটে দুটি স্টোরেজের সাথে পেশ করেছে। প্রথম ভেরিয়েন্টের ফিনটিতে স্টোরেজ দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং অন্যদিকে দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে থাকছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম। এই দুই ধরনের স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে ভারতের মার্কেটে।

৮ জিবি Ram + ২৫৬ জিবি রম যুক্ত স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে ভারতের বাজারে ৪৯,৯৯৯ টাকা।

১২ জিবি Ram + ৫১২ জিবি রম যুক্ত দ্বিতীয় ভেরিয়েন্টে স্টোরেজের মোবাইলটির দাম- ৫৫,৯৯৯ টাকা।

V40 Pro ফোনটি প্রি বুকিং শুরু হয়েছে সেল এখনো শুরু হয়নি। তবে ভিভো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অগাস্ট মাসের ১৯ তারিখ দুপুর ১২ টার সময় থেকে সেল শুরু হবে। ভারতের গ্রাহকরা এই মোবাইলটি কিনতে পারবেন অনলাইন ভিভো সংস্থার ওয়েবসাইটের ই-ষ্টোর থেকে এবং ফ্লিপকার্ট থেকে। এছাড়া ও অফলাইনের মাধ্যমে ও কিনতে পারা যাবে অনুমোদিত রিটেলারের কাছ থেকে।

Vivo V40 Pro 5G
Vivo V40 Pro 5G

Vivo V40 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফোনের ডিসপ্লেতে থাকছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন, এছাড়াও কড়া সূর্যের আলোতেও জ্বলজ্বল করে উজ্জ্বলভাবে, তাছাড়াও থাকছে একটি আলট্রা ক্লিয়ার ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ২৮০০*১২৮০ পিক্সেল, ব্রাইটনেস- ৪৫০০ লোকাল পিক ব্রাইটনেস।

প্রসেসর: মোবাইলটি যাতে সুন্দর ভাবে প্রসেসিং করতে পারে তার জন্য থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর। এর সাথে যোগ করা হয়েছে ৪ ন্যানো মিটার প্রসেস চিপসেট। এই প্রসেসরে প্রথম ঘড়ির গতি থাকছে- 3.35 GHz, দ্বিতীয় ঘড়ির গতি- 3 GHz, এবং তৃতীয় ঘড়ির গতি- 2 GHz.

স্টোরেজ: Vivo V40 Pro 5G মোবাইলটি দুটি স্টোরেজের সাথে লঞ্চ করলেও এক্সটেন্ডেড এর মাধ্যমে ১২ জিবি Ram + ১২ জিবি Ram করা সম্ভব। বেশ মডেলের ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং টপ ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।

রিয়েল ক্যামেরা: ফোনে থাকছে তিনটি ৫০ মেগা পিক্সেল রিয়েল ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরাই থাকছে ৫০ মেগা পিক্সেল ZEISS OIS যুক্ত ক্যামেরা, এই ক্যামেরায় সেন্সর দেওয়া হয়েছে সনি IMX921 1/56″ সেন্সর, দ্বিতীয় প্রধান ক্যামেরা হল- ৫০ মেগা পিক্সেল ZEISS আলট্রা ওয়াইড আঙ্গেল ক্যামেরা, তৃতীয় প্রধান ক্যামেরাতে থাকছে ৫০ মেগা পিক্সেল ZEISS টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা, সনি IMX816 অপটিক্যাল ইমেজ stabilization.

রিয়েল ক্যামেরা ফিচার: Photo, Ultra HD Document, High resolution, Slo-mo, Pano, Supermoon, Food, Time-lapse, Portrait, Video, Dual View, Astro, Live Photo, Micro Movie, Pro, Sports, Google Lens.

ফ্রন্ট ক্যামেরা: এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে ও দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ZEISS গ্রুপ সেলফি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, High resolution, Photo, Dual View, Micro Movie, Video, Night, Live Photo.

ব্যাটারি: ইউজাররা যাতে একবার ফুল চার্জ করে দীর্ঘক্ষন ধরে ফোনটি ব্যবহার করতে পারে তার জন্য এই ফোনে থাকছে ৫৫০০mAh ব্যাটারি। এছাড়াও থাকছে দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াটের ফাস্ট চার্জার।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Android 14, Processor Core- Octa Core, Processor Brand- Mediatek, Local peak Brightness- 4500 Nits, Refresh Rate- 12Hz, Internal Storage- 512 GB, Primary Camera- 50MP + 50MP + 50MP, Digital Zoom- 50X, Bluetooth Version- v5.3, SIM Size- Nano Sim, IP68 Rating, Material- Glass, Battery Capacity- 5500mAh, Weight- 192 g, Sensors- In-Display Fingerprint Sensor, Proximity Sensor, Accelerometer, Gyroscope, E-Compass, Ambient Light Sensor.

আজ এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে Vivo V40 Pro 5g স্মার্টফোনে থাকা তথ্য গুলি। আপনাদের যদি আজকের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তবে এই পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা যদি টেকনোলজি সম্পর্কে প্রতিবেদন পড়তে ভালোবাসেন তাহলে চোখ রাখুন www.gyanpix.com ওয়েবসাইটে। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments