দীর্ঘ অপেক্ষার পরে ভিভো সংস্থার ভি সিরিজের Vivo v40 5g এবং Vivo v40 Pro ফাইনালি লঞ্চ হল। এই ফোনে থাকছে ৫৫০০mAh ব্যাটারি, ৮০ ওয়াটের চার্জার, লোকাল পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। জল ও ধূলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য থাকছে IP68 রেটিং। এই ধরনের একাধিক ফিচার পাওয়া যাবে ভিভো সংস্থার Vivo v40 5g এই ফোনে। আসুন সবিস্তারে দেখে নেওয়া যাক Vivo v40 ফোনে কি কি ফিচার ও স্পেসিফিকেশন পাওয়া যাবে।
ভারতের বাজারে Vivo V40 5G ফোনের সেল ও দাম জানুন
ভারতের বাজারে ফোনটি লঞ্চ হয়েছে কিন্তু সেল এখনও শুরু হয়নি প্রিবুকিং শুরু হয়েছে। ফোনটির সেল শুরু হবে ভারতের বাজারে ১৯ অগাস্ট থেকে। অনলাইন শপিং সাইট ভিভো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ই-ষ্টোর এবং ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে সেল শুরু হবে।
ভিভো সংস্থার ভি সিরিজের তাদের নতুন ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে ভারতের বাজারে। প্রথম ভেরিয়েন্টের ৮ জিবি Ram +১২৮ জিবি রম স্টোরেজের ফোনে লঞ্চ দাম- ৩৯,৯৯৯ টাকা। দ্বিতীয় ভেরিয়েন্টের ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে- ৪২,৯৯৯ টাকা এবং তৃতীয় ১২ জিবি Ram + ৫১২ জিবি রম স্টোরেজ যুক্ত ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ৪৮,৯৯৯ টাকা।
ভারতের গ্রাহকদের জন্য রয়েছে একটি দূর্দান্ত খুশির খবর। ভিভো সংস্থা Vivo V40 এই ফোনটি লঞ্চ সেল উপলক্ষে দিচ্ছে ইনস্ট্যান্ড ১০% ব্যাঙ্ক ডিসকাউন্ড। এর পাশাপাশি থাকছে ছয় মাসের নো কস্ট EMI এর ব্যবস্থা। এই অফারটি চলবে ৭ অগাস্ট ২০২৪ থেকে শুরু করে ৩১ অগাস্ট ২০২৪ পর্যন্ত। এই অফারটি পেতে গ্রাহকদের কাছে থাকতে হবে HDFC অথবা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড।
ভিভো V40 ফোনের স্পেসিফিকেশন জানতে পড়ুন
ডিসপ্লে: ভিভো V40 ফোনের ডিসপ্লেতে থাকছে ৬.৭৮ ইঞ্চির ফুল প্লাস 1.5K আলট্রা ক্লিয়ার এমোলেড ডিসপ্লে, এবং 3D কার্ভ ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ২৮০০*১২৬০ পিক্সেল, লোকাল পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস।
প্রসেসর: এই ফোনে থাকছে ৪ ন্যানো মিটার চিপসেট সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ Gen ৩ মোবাইল প্লাটফ্রম প্রসেসর।
স্টোরেজ: এই মোবাইলটি তিন ধরনের স্টোরেজ সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। বেশ ভেরিয়েন্টের মোবাইল থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং মিড ভেরিয়েন্টের ফোনে দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং টপ ভেরিয়েন্টের স্মার্টফোনে দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।
কালার: ভিভো সংস্থা গ্রাহকদের আকর্ষিত করার জন্য তিনটি কালারের সাথে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে।
রিয়েল ক্যামেরা: দুটি মেইন ক্যামেরার সেটআপের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। প্রধান মেইন ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল জিসিস মেইন ক্যামেরা এই ক্যামেরাতে থাকছে ১/৫৬” সেন্সর। দ্বিতীয় প্রধান মেন্ ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল জিসিস আলট্রা ওয়াইড আঙ্গেল ক্যামেরা, ১১৯ ডিগ্রী আলট্রা ওয়াইড আঙ্গেল।
রিয়েল ক্যামেরা ফিচার: Photo, Night, Live Photo, High resolution, Portrait, Video, Pano, Slo-mo, Dual View, Time-lapse, Documents, Supermoon, Pro, Micro Movie, Snapshot, Astro, Food.
ফ্রন্ট ক্যামেরা: ফোন ইউজাররা যাতে ক্লিয়ার ভাবে সেলফি ও ভিডিও কল করতে পারে তার জন্য দেওয়া হয়েছে ৫০ মেগা পিক্সেল জিসিস গ্রুপ সেলফি ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, High resolution, Photo, Micro Movie, Video, Live Photo, Dual View, Night.
ব্যাটারি: দীর্ঘ সময় ধরে ইউজাররা এই ফোনে যাতে ব্যাটারি ব্যাকআপ পায় তার জন্য থাকছে ৫৫০০ ব্যাটারি। অল্প সময়ের মধ্যে দ্রুত চার্জ করার জন্য থাকছে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।
অন্যান্য: অপারেটিং সিস্টেম- Android 14, Bluetooth 5.4, USB- Type-C, Sensors- Gyroscope, Accelerometer, Proximity Sensor, Ambient Light Sensor, E-compass, IP68 রেটিং, পিছনের কভারটিতে থাকছে মেটাল গ্লাস যুক্ত।
আজকের আর্টিকেলে বন্ধুরা আপনাদের সামনে পেশ করা হয়েছে Vivo V40 5G স্মার্টফোন সম্পর্কিত সমস্ত তথ্য। আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হন তবে এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আপনারা যদি নতুন নতুন আপডেট পেতে চান তবে www.gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।
আরও পড়ুন:- Vivo T3x 5g Mobile
আরও পড়ুন:- Oneplus 12r Vs Xiaomi 14 Civi Mobile
আরও পড়ুন:- Poco M6 Plus 5G Mobile
আরও পড়ুন:- motorola edge 50 mobile
আরও পড়ুন:- infinix note 40x 5g mobile
Vivo V40 5G ফোনের FAQ
Vivo V40 5G মোবাইলে ওয়াটারপ্রুফ থাকছে কি?
জল ও ধূলোর হাত থেকে মোবাইলটিকে প্রতিরক্ষা করার জন্য এই ফোনে থাকছে IP68 রেটিং।
ভিভো V40 5G ফোনে ফাস্ট চার্জ করা সম্ভব কি ?
ইউজাররা অল্প সময়ের মধ্যে ফোনটি দ্রুত চার্জ করতে পারে তার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।
Vivo V40 5G ফোনের Ram কি বাড়ানো যাবে?
ভিভো ভি৪০ ফোনে এক্সটেন্ডেড এর মাধ্যমে Ram ১২ জিবি + ১২ জিবি করা সম্ভব।