HomeNEW UPDATEWhat Is Credit Card?|(ক্রেডিট কার্ড কি?)|

What Is Credit Card?|(ক্রেডিট কার্ড কি?)|

What Is Credit Card:

What Is Credit Card
What Is Credit Card

What Is Credit Card: ক্রেডিট কার্ড হলো এক প্রকার বিশেষ ধরনের পরিশোধ কাজের জন্য ব্যাবহৃত প্লাস্টিক কার্ড। ক্রেডিট কার্ডের সব থেকে লাভ জনক দিক হল- এই কার্ড গুলিকে কোনো ব্যাঙ্ক Account এর সাথে যুক্ত করা হয় না। আপনারা যখন কোনো জায়গায় সোয়াইপ করবেন তখন আপনার কার্ডের টাকার পরিমান থেকে কেটে নেওয়া হবে। আপনার ব্যাঙ্ক Account থাকা টাকা থেকে নয়। আপনারা কার্ডটি কোথায় কোথায় ব্যাবহার করতে পারবেন, যেকোনো ধরনের দ্রব্য ক্রয় করতে পারবেন। চিকিৎসার খরচ, ঘর ভাড়া, স্কুল ফিস, যে কোনো জায়গায় জরুরী পরিষেবার জন্য এই কার্ড থেকে অর্থ প্রদান করতে পারা যায়। (What Is Credit Card)

আরও পড়ুন:- Credit Card And Debit Card

What Is Credit Card: এতক্ষন আমরা জেনেছি ক্রেডিট কার্ড কি, এবার জানবো ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা গুলি সম্পর্কে। দৈনন্দিন জীবনে অর্থ সাশ্রয় করার জন্য একটি ক্রেডিট কার্ড থাকা অত্যান্ত প্রয়োজন। আজকের এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে ক্রেডিট কার্ডের ছোটো বড়ো সমস্ত রকমের সুবিধা গুলি।

কেনাকাটা:

ক্রেডিট কার্ড থাকলে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন, নগদ টাকা ছাড়া। বাড়ীর সামগ্রী পণ্য কিনার জন্য কষ্ট করে বাজারে যেতে হবে না। বাড়িতে বসেই আপনারা ক্রয় করতে পারবেন ছোটো বড়ো সব ধরনের জিনিস। যার ফলে আপনার ক্রেডিট কার্ডের লিমিট টাকা থেকে টাকা কাটাতে পারবেন। আপনার মাসিক খরচের বাজেট আরো সুবিধা হয়ে উঠবে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে কম সুদের হারে emi এ পণ্য কিনার সুযোগ দেয়। যেমন- AC, ফ্রিজ, LED, ইত্যাদি জিনিস আপনারা emi এর মাধ্যমে কিনতে পারবেন।

What Is Credit Card
What Is Credit Card

(What Is Credit Card) বিল পে:-

ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করার একটি আপনাকে টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে আপনারা কার্ডের লিমিট টাকা ব্যাবহার করতে পারবেন। খরচ করার টাকা পেমেন্ট করার জন্য আপনাদের message এর মাধ্যমে জানিয়ে দিবে। বিল জেনারেট হওয়ার পরে ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে।

নগদ টাকার প্রয়োজন নেই:-

নগদ টাকা সঙ্গে করে বহন না করার বিকল্প হল- ক্রেডিট কার্ড। নগদ টাকা বহন করার সমস্ত রকম প্রয়োজনীয়তা দূরীকরন করে থাকে। বর্তমানে আপনি যেখানেই যান না কেন সমস্ত জায়গায় ক্রেডিট কার্ড গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যদি আপনি কোনো কিছু ক্রয় করেন আর নগদ টাকা না থাকে হলে আপনি এই ক্রেডিট কার্ড দিয়ে খরচ মেটাতে সক্ষম হবেন।

ক্রেডিট কার্ড থেকে ইনকাম:-

ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন রকম ভাবে ইনকাম করা যায়। উদাহরণ- অনলাইনের মাধ্যমে কেনাকাটার সময় রিওয়র্ড পয়েন্ট পাওয়া যায়। এই রেযের্ড পয়েন্ট নিজেদের ইচ্ছে মতো খরচ করতে পারা যায়। এই রিওয়র্ড পয়েন্ট কাটিয়ে যে কোনো দ্রব্য ক্রয় করা যায়। এই রকম ভাবে জামান রিওয়ার্ড দিয়ে ইনকাম করতে পারবেন।

(What Is Credit Card) নগদ অগ্রিম ব্যাবহার:-

আপনি যদি কোনো রকম জরুরি পরিস্থিতিতে পারেন তাহলে টাকা তুলতে পারবেন। তার জন্য আপনাদের উচ্চ সুদের হরে চার্জ করবে। এই জন্য নগদ টাকা তোলার আগে খরচের কথা মাথায় রাখবেন।

What Is Credit Card
What Is Credit Card

টাকা ট্রান্সফার করুন :-

আপনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণের হাত থেকে মুক্তি চান, তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। এতে আপনার কাছে কিছু টাকা বেশি নিবে। আপনারা মনে রাখুন ক্রেডিট কার্ডের সঠিক নিয়ম পালন করে ব্যাবহার করুন। কার্ডের খরচ করা টাকা সময়মতো পরিশোধ করুন। সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে মোটা সুদের হরে টাকা চার্জ করবে।

সময়সীমার মধ্যে পেমেন্ট করুন:-

ক্রেডিট কার্ডের বিল সময়ের মধ্যে পেমেন্ট করে দিন। কারন সময়সীমা পেরিয়ে গেলে লেট্ ফি পেমেন্ট করতে হয়। যার ইন্টারেস্ট থাকে অনেক বেশি। তারজন্য সময়সীমার মধ্যে ক্রেডিট কার্ডের খরচ করা বিল দিয়ে দেওয়া উচিত।
সময়ের মধ্যে বিল দিতে না পারলে সিভিল স্কোরের উপর প্রভাব পরে। পরবর্তী সময়ে নানা রকম সমস্যার সমুক্ষিন হতে হয়।

ক্রেডিট কার্ডের টাকা একবারে বা অধিক সময়ে পেমেন্ট:-

ক্রেডিট কার্ডের টাকা সবসময় একবারে মিটিয়ে দেওয়ায় উত্তম। কারন এতে মোটা ইন্টারেস্টের হাত থেকে রক্ষা পাবেন। দুই বার অথবা তিন বারে বিল পেমেন্ট করলে উচ্চ ইন্টারেস্টের হাত থেকে বাঁচবেন। কিন্তু সময়ের মধ্যে না মিটাতে পারলে উচ্চ সুদের হাতে পড়তে হাতে পারে। তাই বিল সবসময় একবারে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

ক্রেডিট কার্ড পেতে যোগ্যতা কি কি থাকা প্রয়োজন:-

চলুন দেখে নেই কোনো গ্রাহক ক্রেডিট কার্ড পেতে চাইলে তার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।
১. সবার আগে যেটা জানবো বয়স ১৮-৬৫ বছরের মধ্যে হতে হবে।
২. প্রতি মাসে আয় সর্বনিম্ন হতে হবে প্রায় ১৫০০০ টাকা।
৩. আপনার যদি ক্রেডিট কার্ড নেওয়ার আগে কোনো ঋণ নেওয়া থাকে। সেই ঋণ পরিশোধ ঠিক সময়ের মধ্যে করতে হবে।
৪. ব্যাবসার তুলনায় চাকরিজীবীরা খুব সহজেই ক্রেডিট কার্ড পান।
৫. আপনার সিভিল স্কোর থাকতে হবে প্রায় ৭৫০ এর বেশি।

ক্রেডিট কার্ড পেতে ডকুমেন্ট কি কি জামা করতে হয়?

আসুন এবার আমরা জানবো ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আমাদের ডকুমেন্ট কি কি জমা দিতে হবে।

১. গ্রাহকের একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
২. গ্রাহকের পরিচয় প্রমানের জন্য যে সমস্ত আইডি জমা করতে হবে। যেমন- আঁধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
৩. আপনি যদি সরকারি বা বেসরকারির চাকুরীজীবি হন সেক্ষেত্রে আপনাকে জমা করতে হবে- বিগত ছয় মাসের স্যালারি স্লিপ ও লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করতে হবে।

উপরের ডকুমেন্ট গুলি যদি আপনারা ঠিক থাকে ভাবে জমা করেন তাহলে আপনি সাত দিনের মধ্যে ক্রেডিট কার্ড পেয়ে যাবেন।

What Is Credit Card আশা করছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ক্রেডিট কার্ড কি? এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।

Credit Card FAQ:

Credit Card কিভাবে পাওয়া যায়?

একটি ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড পেতে হলে যে বিষয় গুলি মাথায় রাখতে হবে। সিভিল স্কোরের উপর নির্ভর করে আপনি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য কিনা। সিভিল স্কোর ৭৫০ এর উপরে হতে হবে তবেই আপনি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য হবেন। এছাড়া ও যদি আপনার নাম লোন থাকে সেই লোন সময় মতো পরিশোধ না করলে সিভিল স্কোর খারাপ হবে তারফলে ক্রেডিট কার্ড পেতে নাও পারেন।

Credit Card ব্যাবহার কিভাবে করবেন?

ক্রেডিট কার্ড অফলাইন ও অনলাইন সব জায়গাতেই ব্যাবহার করতে পারবেন। আপনারা কোনো দ্রব্য ক্রয় করার পরে এই ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকেও টাকা তুলতে পারবেন।

Credit Card থাকা কেন জরুরী?

ক্রেডিট কার্ড থাকার অনেক গুলো জরুরী কারন রয়েছে। যেমন- বাজার করতে গেলে নগদ টাকার প্রয়োজন হয় না, হাতে ক্যাশ টাকার প্রয়োজন হলে চটজলদি ATM থেকে টাকা তুলতে পারবেন। এই কার্ড এর মাধ্যমে বাড়িতে বসে অনলাইন জিনিস ক্রয় করলে ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন। এমনকি দামি জিনিস কিনলে EMI করে ও টাকা পরিশোধ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments