What Is Share Market In Bengali: আশা করছি আপনারা সকলেই শুনেছেন শেয়ার বাজারের কথা। এই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে প্রচুর পরিমানে মুনাফা করা যায়। ধরুন আপনার কাছে কিছু টাকা রয়েছে সেই টাকা ব্যাঙ্কে জমা না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করলেন। ব্যাঙ্কের সুদের থেকে একটু বেশি মুনাফা করতে পারবেন। তবে আপনি বেশি মুনাফার লোভে বিনিয়োগ করেন আর শেয়ার বাজার সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তবে আপনি বড়ো বিপদের মুখে পড়তে পারেন। চিন্তা করবেন না আজকের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন শেয়ার বাজার কি? আপনারা কিভাবে কাজ করবেন এই শেয়ার বাজারে। (What Is Share Market In Bengali)
শেয়ার মার্কেট কি? (What Is Share Market In Bengali)
শেয়ার বাজার একে আবার স্টক মার্কেট ও বলা হয়। এই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানী গুলির শেয়ার ট্রেড করার জন্য ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয়। এই প্ল্যাটফর্মে স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার গুলি বেচা কেনা করা হয়। আপনি যদি কোনো কোম্পানির অংশীদার হতে চান তবে সেই কোম্পানির শেয়ার ক্রয় করতে হবে।
আসুন এবার আমরা বুঝে নিই উদাহরণের মাধ্যমে- ধরুন ABC নামে একটি কোম্পনীর মোট ১০০ টি শেয়ার রয়েছে। এক্ষেত্রে আপনি যদি ABC কোম্পানির ১০ টি শেয়ার ক্রয় করেন, তবে আপনি কোম্পানির ১০০ ভাগ শেয়ারের মধ্যে ১০ ভাগ শেয়ারের অংশীদার হয়ে যাবেন।
যখন ABC কোম্পানীর ভ্যালু বেড়ে যাবে এর সঙ্গে সঙ্গে শেয়ার গুলির দামও বেড়ে যাবে। যত বেশি শেয়ার গুলির দাম বাড়বে তত বেশি অংশীদারদের ও প্রোফিট হবে। এবং কোনো কারনে ABC কোম্পানীর ভ্যালু কমে গেলে সঙ্গে সঙ্গে শেয়ারের দাম ও কমে যাবে। ABC কোম্পানীর শেয়ারের দাম কমে গেলে এক্ষেত্রে অংশীদারেদের ও লস হবে।
ভারতের স্টক এক্সচেঞ্জ গুলি কি কি?
ভারতে প্রধান মোট দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। 1. বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE), 2. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE).
এই দুটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ভারতের বাজারে বিভিন্ন কোম্পানির স্টক কেনাবেচা করা হয়।
শেয়ার বাজার কি কি ভাবে কাজ করে
শেয়ার বাজার মূলত সরবরাহ এবং চাহিদা এই দুটি বিষয়ের উপরে ভিত্তি করে কাজ করে।
যখন কোনো কোম্পানির শেয়ারের চাহিদা বেশি হয় তখন শেয়ার গুলির দাম বাড়িয়ে দেয় এর ফলে স্টক বা শেয়ারের দাম বৃদ্ধি পায়। আবার অন্যদিকে যে সকল ক্রেতারা কোনো কোম্পানির শেয়ার কিনে ধরে ছিলেন তারা সেই শেয়ার গুলি বিক্রি করে দিলে সেই কোম্পানির সরবরাহ বেড়ে যায়। এক্ষেত্রে সেই কোম্পানির শেয়ারের দামে ও পতন দেখতে পাওয়া যায়।
শেয়ার মার্কেটে কি যে কোনো ব্যাক্তি শেয়ার কেনা বেচা করতে পারে
শেয়ার বাজারে শেয়ার ক্রয় বা বিক্রয় যে কোনো ব্যক্তি করতে পারেন। তার জন্য তাকে একটি চুক্তি সাপেক্ষে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রোকারের মাধ্যমে ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলার পরেই কেবলমাত্র আপনি শেয়ার বাজারে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারবেন।
শেয়ার বাজারে নূন্যতম বিনিয়োগ কত করতে হবে
শেয়ার মার্কেটে কোনো নূন্যতম বিনিয়োগের প্রয়োজন থাকে না। আপনি চাইলে যে কোনো কোম্পানির একটি মাত্র শেয়ার কিনে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। ধরুন কোনো কোম্পানির একটি শেয়ারের মূল্য ৫০ টাকা, আপনি সেই কোম্পানির ১ টি শেয়ার ৫০ টাকা দিয়ে করি করলেন। সেক্ষেত্রে আপনাকে বিনিয়োগ হিসেবে পুঁজির প্রয়োজন হবে ৫০ টাকার।
জনসাধারণের কাছে কোম্পানির শেয়ার কেন বিক্রি করে
যে কোনো কোম্পানি তাদের শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করার মূল কারন হল। কোম্পানি তার ব্যবসার উন্নয়নের জন্য যখন তাদের মূলধনের প্রয়োজন হয় এই মূলধনের ঘাটতি মেটাতে শেয়ার বিক্রি করে।
বিষয়টি বুঝতে না পারলে আসুন সবিস্তারে একটি উদাহরনের মাধ্যমে জানা যাক। ধরুন একটি কোম্পানি তার ব্যবসার উন্নয়নের জন্য বিনিয়োগ করতে চায় ১০০০ কোটি। সেই সময় কোম্পানির কাছে বিনিয়োগ করার জন্য হাতে রয়েছে ৫০০ কোটি ৫০০ কোটি টাকার ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি মেটানোর জন্য ব্যাঙ্ক বা অন্য কোথাও ঋণ না নিয়ে, তার কোম্পানির সেরা গুলিকে ছোটো ছোটো অংশে বিভক্ত করে জনসাধারণের কাছে বিক্রি করার প্রস্তাব জানায়। এই জন্য জনসাধারনের কাছে কোম্পানি তাদের শেয়ার গুলিকে বিক্রি করে মূলধনের ঘাটতি পূরণ করে।
What Is Share Market In Bengali: বন্ধুরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন শেয়ার বাজার কি, শেয়ার বাজার সম্পর্কিত তথ্য গুলি। শেয়ার বাজার সম্পর্কে আরো তথ্য পেতে চোখ রাখুন www.gyanpix.com ওয়েবসাইটে। শেয়ার বাজার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমাদের টিম আপনাদেরব সাহায্য করবে। ধন্যবাদ।
FAQ For Share Market
অনলাইনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবো কি
অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে সক্ষম। এর জন্য আপনাকে প্রথমে SEBI দ্বারা রেজিস্টার করা যে কোনো একটি ব্রোকারের কাছে একটি ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরী করতে হবে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে লগইন করে অনলাইনের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন।
শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে কি
হ্যাঁ শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে যেমন- শেয়ার ক্রয়ের পরে শেয়ারের দাম পারে যাওয়া, অর্থনৈতিক ঝুঁকি বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কে ভালো ভাবে জানুন তার পরেই বিনিয়োগ করুন। সবকিছু যাচাই করে বিনিয়োগ করলে ঝুঁকির সম্ভবনা অনেকটাই কামে যাবে।
শেয়ার কি
শেয়ার একটি কোম্পানির মালিকানা প্রতিনিধিত্ব করে। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, আপনি সেই কোম্পানির যত শেয়ার করি করবেন সেই শেয়ারের মালিক হবেন। যখন সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে তখন আপনি আপনার শেয়ারের লাভের অংশ পাবেন।