How To A Create Whatsapp Channel
WhatsApp এ এখন একটি নতুন ফিচার দেখতে পাওয়া যাচ্ছে WhatsApp চ্যানেল। এই WhatsApp চ্যানেলের মাধ্যমে আপনার ফলোয়ার এর কাছে খুব সহজেই পৌচ্ছাতে পারবেন। এর মধ্য দিয়ে আপনারা টেক্সট ম্যাসেজ, ছবি, ভিডিও যে কোনো ধরনের বার্তা পাঠানো যাবে চ্যানেলের মাধ্যমে। আর এই বার্তা নিমিষের মধ্যেই পৌচ্ছে যাবে ফলোয়ারদের কাছে, আপনার যে সকল বন্ধুরা চ্যানেলটি ফলো করবে তাদের কাছেই পৌচ্ছবে।
আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনার যদি কোনো সংস্থা থাকে তাহলে WhatsApp চ্যানেল আপনার জন্য খুব জরুরি। WhatsApp চ্যানেলের মাধ্যমে একসাথে সকল ফলোয়ারের কাছে বার্তা পাঠানো সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে WhatsApp চ্যানেল খুলতে হয়।
WhatsApp channel কিভাবে খুলবেন?
আপনার যদি WhatsApp এ account না থাকে, প্রথমে একটি account তৈরী করে ফেলুন। আর আপনার যদি আগে থেকে WhatsApp account খুলে থাকে তবে দেখে নিবেন WhatsApp টি আপডেট আছে কিনা। আপডেট না থাকলে আপডেট করে নিবেন। আপনারা যদি চান WhatsApp বিজনেস এর মাধ্যমে WhatsApp চ্যানেল খুলতে সেটাও করতে পারবেন।
প্রথমে আপনার মোবাইলে থাকা WhatsApp টি ওপেন করুন। নিচের দিকে দেখুন আপডেট বলে একটি অপশন দেখতে পাবেন। আপডেট অপশন এ ক্লিক করুন।
এরপর চ্যানেল নাম একটি অপশন আসবে, পাশে একটি প্লাস আইকন থাকবে। প্লিস আইকনে ক্লিক করে নিবেন। তারপর ক্রিয়েট চ্যানেল সিলেক্ট করতে হবে।
এখানে আপনারা Agree And Continue ক্লিক করে নিবেন।
তারপর আপনার কাছে চ্যানেলের নাম জানতে চাইবে, তবে আপনি আপনার চয়েস করা নামটি দিয়ে দিবেন। উপরের দিকে তাকালে একটি ক্যামেরার আইকন দেখতে পাবেন। এই আইকনের মাধ্যমে লোগো এবং নিজের ছবি লাগাতে পারবেন। নিচের Describesine এ লিখতে হবে ফলোয়াররা কিধরনের কনটেন্ট আশা করতে পারে আপনার চ্যানেল থেকে। এই সম্পর্কে বিবরণটি সংক্ষেপে লিখুন।
এরপর নিচে create channel এর উপরে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি channel create হয়ে আসবে।
WhatsApp Channel-এ ফলোয়ার কিভাবে বাড়াবেন:-
আপনার চ্যানেলের ফলোয়ার বাড়ানোর জন্য লিঙ্ক শেয়ার করুন। আপনার শেয়ার করা লিঙ্কে যারা যারা ক্লিক করে দেখবে এবং ফলো আইকনে আইকনে ক্লিক করলেই সে আপনার ফলোয়ার হয়ে যাবে।
WhatsApp Channel লিঙ্ক কিভাবে শেয়ার করবেন:-
প্রথমে চ্যানেলটি ওপেন করে নিবেন তারপর উপরের ডানদিকে দেখতে পাবেন লিঙ্ক আইকন। একবার লিঙ্ক আইকনে ক্লিক করবেন।
এই রকম ভাবে আবারো আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে আসবে। কপি লিঙ্ক অপশনে ক্লিক করুন আপনার চ্যানেল লিঙ্ক কপি হয়ে যাবে।
ব্যাক করে আপনারা আপনাদের WhatsApp হোম পেজে ফায়ার আসুন। এরপর যতগুলো বন্ধু রয়েছে সকলের কাছে লিঙ্কটি পাঠিয়ে দিন। যখন আপনার বন্ধুরা লিঙ্কটি ওপেন করে দেখবে আর ফলো বাটানে ক্লিক করবে। এই ভাবে খুব তারাতারি চ্যানেলের ফলোয়ার বাড়াতে পারবেন।
আজকের আর্টিকেল থেকে আশা করছি আপনারা শিখতে পেরেছেন কিভাবে WhatsApp channel তৈরী করতে হয়। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো করুন।