WhatsApp chat lock
WhatsApp chat lock
আপনার ফোনের WhatsApp chat গুলি অন্যের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য লক করতে চাইছেন। কিন্তু আপনি উপায় খুঁজে পাচ্ছেন না চ্যাট লক কিভাবে করবেন। চিন্তা করবেন না আপনি একেবারে ঠিক জায়গায় পৌচ্ছেছেন। আজকের প্রতিবেদনে তুলে ধরবো WhatsApp chat lock কিভাবে করতে হয়।
WhatsApp ইউজারদের কথা মাথায় রেখে কিছু দিন পরপর নতুন নতুন আপডেট নিয়ে আসে। ইউজারদের রীতিমতো চাহিদা পুরান করতে পারায় WhatsApp সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৩ সালে whatsapp একটি নতুন ফিচার আপডেট নিয়ে এসেছে চ্যাট লক নামে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের গোপন কথপকথন গুলি লুকিয়ে রাখতে পারবে। যারফলে মোবাইল পরিবারের অন্যের হাতে গেলেও সেই চ্যাট লক খুলতে পারবে না। আপনার মোবাইল যার হাতেই যাকনা কেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এই WhatsApp চ্যাট লক ফিচারটি আপনারা কিভাবে ব্যাবহার করবেন। নীচে ছবিসহ তুলে ধারা হয়েছে কিভাবে আপনারা চ্যাট লক করবেন।
আরও পড়ুন :- Whatsapp Channel Create
WhatsApp chat lock কিভাবে করবেন?
প্রথমে আপনার ফোনের WhatsApp ওপেন করুন।
ওপেন হওয়ার পরে যে নাম্বরটির চ্যাট লক করতে চান, সেই নাম্বারের পাশে থাকা ছবির উপরে ক্লিক করুন।
ছবিতে ক্লিক করার পরে ছবির নিচে চারটি অপশন দেখতে পাবেন। এই চারটির মধ্যে ইনফো অপশনটি চালু করে নিন।
ওপেন করার পারে আবারো একটি নতুন ভাবে পেজ আসবে। স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন। আসার পারে চ্যাট লক নাম একটি অপশন দেখতে পাওয়া যাবে। তার পাশে থাকা বক্সটিকে এনাবল করে দিতে হবে।
এনাবল করার পরে আবারো নতুন একটি পেজ আসবে। এই পেজের কন্টিনিউ অপশন এ ক্লিক করে দিবেন।
তারপর ফিঙ্গারপ্রিন্ট চাইবে এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই চ্যাট লক হয়ে যাবে।
আরও পড়ুন :- Whatsapp Delete Message কিভাবে দেখবেন।
লক হওয়ার পরে যে নামে নাম্বারটি সেভ করা থাকে না কেন। লক হওয়ার পারে আপনি আর নাম দেখতে পাবেন না। নামের পরিবর্তে দেখতে পাবেন WhatsApp এর হোম পেজে প্রথমেই locked চ্যাট নামে।
WhatsApp Chat Lock Message কিভাবে দেখবেন?
locked চ্যাট দেখার জন্য প্রথমে প্রথমে locked চ্যাটস এর উপরে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে লক খুলার জন্য। পাসওয়ার্ড দিয়ে লক খুলে নিবেন। আপনি যতগুলি নম্বর চ্যাট লক করে রেখেছেন সব গুলি এখানে দেখতে পাবেন। তারপর যার সাথে চ্যাট করতে চাইছেন সেই নাম্বার অথবা নামের উপরে ক্লিক করুন। ঠিক আগে আপনারা যেভাবে চ্যাট করতেন একই রকম ভাবে চ্যাট করতে পারবেন।
কিভাবে চ্যাট আনলক করবেন?
প্রথমে চ্যাট লক এর উপরে প্রেস করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলুন। এবার যে নাম্বরটি আনলক করতে চান সেই নাম্বারের পাশের ছবির উপরে ক্লিক করুন।
ছবির উপরে প্রেস করার পরে নীচের ইনফো বাটন এ ক্লিক করতে হবে।
আবারো নতুন পেজ দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসুন। নীচে এসে চ্যাট লক অপশন দেখতে পাবেন পাশে এনাবল অপশনটি অফ করে দিতে হবে। অফ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবারও ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্ট দিলেই আনলক হয়ে যাবে।
এবার দেখুন এনাবল থাকা বক্সটি অফ হয়ে গেছে। WhatsApp চ্যাট এর হোম পেজে ফিরে গিয়ে দেখুন আপনার নাম্বারটি চ্যাট লক থেকে বেরিয়ে আনলক হয়েগেছে।
আমরা আশাবাদী যে আজকের আর্টিকেল থেকে আপনি অবশ্যই শিখতে পেরেছেন WhatsApp Chat Lock ও আনলক কিভাবে করতে হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্য কমেন্ট বক্সে জানান।