WhatsApp delete message: WhatsApp এ ম্যাসেজ সেন্ট করার পরে ম্যাসেজ ডিলিট করার ফিচার রয়েছে। ডিলিট ফিচার থাকার কারনে যে কেউ খুব সহজেই ভুল করে সেন্ট করা মেসেজ ডিলেট করতে পারে। আবার অনেকেই আছেন ডিলিট করা ম্যাসেজ গুলি দেখতে ইচ্ছুক থাকেন। WhatsApp app এ ডিলিট করা ম্যাসেজ পুনরায় দেখার কোনো রকমের ফিচার নেই। সেই কারনে ইচ্ছুক ব্যাক্তিরা ডিলিট করা ম্যাসেজ গুলি দেখতে পারেন না। তবে চিন্তা করার কোনো কিছু নেই।
WhatsApp delete message
আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে WhatsApp- এ ডিলিট করা ম্যাসেজ কিভাবে দেখতে হয়। WhatsApp delete message.
WhatsApp delete message কিভাবে দেখবেন?
কোনো রকম থার্ডপার্টি app ব্যাবহার না করেই শিখবো ডিলিট করা WhatsApp ম্যাসেজ দেখতে। এটি আপনারা আপনাদের android মোবাইলের সেটিং থেকেই করতে পারা যায়। আপনারা সেটিং থেকে কিভাবে দেখবেন চলুন তার বিস্তারিত বিষয় গুলি সম্পর্কে জেনে নিই।
প্রথমে আপনার মোবাইল থাকা সেটিংটি ওপেন করুন। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে।
এরপর আপনারা scroll করে একটু নীচের দিকে আসুন। নিচের দিকে আসর পরে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনটি ক্লিক করে চালু করুন।
চালু করার পারে আপনার সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে। দ্বিতীয় নম্বরে থাকা নোটিফিকেশন history এর উপরে ক্লিক করুন।
ক্লিক করার পারে এই রকম ভাবে আবারো একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে।
প্রথমেই দেখুন use notification history এর পাশে একটি বটম দেখতে পাওয়া যাচ্ছে। এই বটমটি যদি অফ করা থাকে সেটিকে আপনারা অন করে দিবেন।
অন করে দেওয়ার পর থেকে আপনার মোবাইলের সব notification track শুরু করে দিবে। এই নোটিফিকেশন অন করার পরে যদি কোনো ব্যাক্তি WhatsApp এ message সেন্ট করার সঙ্গে সঙ্গে ডিলিট করে। তার মোবাইল থেকে ডিলিট হলেও আপনার মোবাইল থেকে সে ডিলিট করতে পারবেনা। ডিলিট করার পরেও আপনি আপনার মোবাইলে message গুলি দেখতে পাবেন।
আরও পড়ুন :- whatsapp চ্যানেল কিভাবে তৈরী করবেন।
ভিডিও দেখুন:- WhatsApp delete message কিভাবে দেখবেন?
একটা কথা মনে রাখবেন ডিলিট করা মেসেজ আপনারা WhatsApp থেকে দেখতে পাবেন না। তারজন্য আপনাকে মোবাইলের সেটিং থেকে দেখতে হবে। তাহলেই কেবলমাত্র সম্ভব WhatsApp থেকে ডিলিট করা message গুলি দেখতে পাওয়া।
আপনাদের মনে আরও একটি প্রশ্ন উঠবে সেটিং থেকে আবার কিভাবে দেখতে পাবো।
চলুন মনে প্রশ্ন না রেখে আরও বিস্তারিত ভাবে জেনে নিই। আপনারা আপনাদের ফোনের setting থেকে যেভাবে নোটিফিকেশন চালু করেছেন। ঠিক সেইরকম ভাবে আবারো চালু করুন তাহলেই আপনারা দেখতে পাবেন। WhatsApp এ ডিলিট হয়ে যাওয়া message গুলি। তবে আরো একটি গুরুত্বপুন্য বিষয় আপনাদের জানিয়ে রাখি। WhatsApp এর ডিলিট message গুলি কেবলমাত্র আপনারা ২৪ ঘন্টার জন্য দেখতে পাবেন। ২৪ ঘন্টা পেরোলে আর ডিলিট ম্যাসেজ গুলি দেখতে পাওয়া যাবে না আপনাআপনি মুছে যাবে। একবার মুছে গেলে আর কখনই সেগুলি ফিরে পাবেন না। আপনাকে কেবলমাত্র ২৪ ঘন্টার জন্য WhatsApp delete message দেখার অনুমতি দেবে।
বন্ধুরা আপনারা নিশ্চয় বুজতে পেরেছেন যে WhatsApp delete message কিভাবে দেখতে হয়। এই আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন তথ্য পেতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।