HomeNEW UPDATEWhy Is Rath Yatra Observed-2024?|রথযাত্রা কেন পালন করা হয়?

Why Is Rath Yatra Observed-2024?|রথযাত্রা কেন পালন করা হয়?

Why Is Rath Yatra Observed-2024:

ভারতের বিভিন্ন জায়গায় রথযাত্রা প্রতি বছর ধুমধাম করে পালন করা হয়। কৃষ্ণের অপর আর এক নাম জগন্নাথ। পৌরাণিক কথা মতো এই দিন জগন্নাথ, বলরাম, ও সুভদ্রা নিজেদের প্রজা ও ভক্তদের দর্শন দেওয়ার জন্য বের হন। কিন্তু কেন রথযাত্রা পালন করা হয়? চলুন যেন নেওয়া যাক রাত যাত্রা পালনের কারন?

Why Is Rath Yatra Observed-2024
Why Is Rath Yatra Observed-2024

ভারতের উড়িষ্যা রাজ্যের পুরি সহ ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দের সাথে পালিত হয়ে থেকে রথ যাত্রা। পুরীর রথযাত্রার পারে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বাসীদের রথযাত্রা উপলক্ষে উন্মাচনা কিন্তু চোখে পড়ার মতো। এই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করেন। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশ ও মহিষাদল রথযাত্রা একটি গুরুত্যপূর্ণ। কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে কেন প্রতি বছর রথে করে বলরাম,জগন্নাথ ও সুভদ্রা ঘুরতে বেড়ান, তা অনেকেই জানেনা। পৌরাণিক কাহিনী থেকে রথযাত্রার একাধিক উল্লেখ পাওয়া গেছে। পৌরাণিক কাহিনী মতে জানাযায় সুভদ্রা বাড়ি ফায়ার এলে দুই দাদা বলরাম ও জগন্নাথের কাছে একটি ইচ্ছা প্রকাশ করেন নগর ভ্রমণের জন্য। বোন সুভদ্রার ইচ্ছা পূরণের জন্য দুই দাদার সঙ্গে নগর ভ্রমনে বের হন। ঠিক তার পর থেকেই নাকি আয়োজিত হয়ে আসছে রথযাত্রা। ভারতের বিভিন্ন জায়গায় রথযাত্রা প্রতি বছর ধুমধাম করে পালন করা হয়। (Why Is Rath Yatra Observed-2024)

Rath Yatra
Rath Yatra

মূর্তি তৈরীর ইতিহাস:-

পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দেন। পুরীর সুমুদ্রে ভাসছে শ্রীকৃষ্ণের শরীর। সুমুদ্রে ভেসে আশা কাষ্ঠখন্ড দিয়ে তার মূর্তি নির্মাণ করতে বলা হয়। তার সঙ্গে আরো বলা হয় দাদা বলরাম ও বোন সুভদ্রার মূর্তি তৈরির কথা এমনি স্বপ্নাদেশ পান রাজা ইন্দ্রদ্যুম্ন। তারপর রাজা মূর্তি নির্মাণের জন্য এক দক্ষ উপযুক্ত কারিগর খুঁজছিলেন। তখন বিশ্বকর্মা কাঠশিল্পীর ছদ্দবেশে উপস্থিত হন। রাজার কথা মতো মূর্তি নির্মাণের জন্য রাজার কাছে কয়েক দিন সময় চেয়ে ছিলেন কাঠশিল্পী। তখন কাঠ শিল্পী রাজাকে বলেন মূর্তি নির্মাণের কাজ শুরু হবে এক বন্ধ ঘরে তার কাজে যাতে কেউ বাঁধা না দেয়। কথা মতো তার পরে কাঠ শিল্পী একটি বন্ধ ঘরে কাজ শুরু করেন। মূর্তি নির্মাণের কাজের জন্য রাজা ও রানী সহ সকলেই খুব আগ্রহী হয়ে উঠেন। রাজা ও রানী প্রতিদিন আসতেন বন্ধ ঘরের দরজার সামনে তারা শুনতে পেতেন ক্ষুদায় করার শব্দ। কয়েক দিন কেটে যাওয়ার পরে রাজা ও রানী দুজনেই দাঁড়িয়ে ছিলেন বন্ধ ঘরের দরজার সামনে এমন সময় হটাৎ বন্ধ হয়ে গেল ক্ষুদায় করার শব্দ। উৎসাহিত রানী নিজেকে ধরে রাখতে না পেরে সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। তখনও মূর্তির কাজ সম্পূর্ণ হয়নি কাজ অর্ধসমাপ্ত হয়েছে এবং ঘরের ভিতরে কাঠ শিল্পীও অন্তর্ধিত হয়েছে। মূর্তির কাজ সম্পূর্ণ না হওয়ায় রাজা ভেঙে পড়েন। মূর্তি নির্মাণের কাজে বাঁধাদানের জন্য নিজেকে দোষারোপ করতে থাকেন। সেই সময় দেবর্ষি নারদ তাদের সামনে আবির্ভূত হন। তখন নারদ বলেন রাজাকে সান্তনা দিয়ে অসম্পূর্ন মূর্তি দিয়েই পূজা শুরু করতে। (Why Is Rath Yatra Observed-2024)

রথযাত্রা শুরু:-

পুরীর মন্দিরের ঠিক কিছুটা দূরে মাসি গুন্ডিচার বাড়ি। মাসি গুন্ডিচা তাদের তিন ভাই বোনকে তার বাড়িতে আসার আমন্ত্রন পাঠান। এই আমন্ত্রণ পাওয়ার পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন জনেই রথযাত্রা করে মাসির বাড়ি ঘুরতে যান। অনেকেই মনে করেন এর পর থেকেই শুরু হয় রথযাত্রা।(Why Is Rath Yatra Observed-2024)

রথযাত্রা পালন:-

প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন জনেই তিনটি সুসজ্জিত রথে করে মাসির বাড়ি যান। এই যাওয়াকে সোজা রথ বলা হয়। এবং মাসির বাড়ি থেকে সাত দিন পরে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। ফায়ার আসাকে বলা হয় উল্টো রথ। (Why Is Rath Yatra Observed-2024)

Puri rath Yatra
Puri rath Yatra

পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা:-

রথযাত্রার দিন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বাহিরে বের করে আনা হয়। এই রাতের উচ্চতা প্রায় ৪৫ ফুট হয়ে থাকে। পুরীর জগন্নাথদেবের রথ টানার জন্য মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। পুরীর জগন্নাথ মন্দির রথযাত্রার দিন সকল ধর্মের মানুষকে দেবতা দর্শনের জন্য অনুমতি দেন মন্দির কতৃপক্ষ। জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ টেনে গুন্ডিচা মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।(Why Is Rath Yatra Observed-2024)

Mahesh Rath Yatra
Mahesh Rath Yatra

মাহেষ ও মহিষাদল রথযাত্রা:-

উড়িষ্যা রাজ্যের পুরীর রথযাত্রার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম হল মাহিষের রথযাত্রা। এখানে প্রায় ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে রথযাত্রা পালন হয়ে আসছে। এটি অবস্থিত পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মহেষে রথযাত্রা উৎসব হয় এবং রথযাত্রা উপলক্ষে এখানে বিশাল মেলা আয়োজিত করা হয়। রথের দড়ি টানার জন্য দূর দূর থেকে মানুষ এসে জমায়েত হয়। (Why Is Rath Yatra Observed-2024)

Why Is Rath Yatra Observed-2024 আমরা আশা করি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন রথযাত্রা কেন পালন করা হয়। আরো নতুন আপডেট পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে থাকুন। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধ্যন্যবাদ।

Read More:-

Airtel New Recharge Plan

Reliance Jio New Recharge Plan

Rath Yatra FAQ

রথযাত্রা কি?(What is Rath Yatra?)

রথযাত্রা হল প্রাচীন কাল থেকে হয়ে আশা হিন্দু ধর্মের এক উৎসব। এই রথযাত্রা উৎসবটি প্রথমে শুরু হয়েছিল উড়িষ্যা রাজ্যের পুরীতে। এই রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন জনকে মন্দির থেকে বের করে সুসজিত রথে করে গুন্ডিচা মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। আবার সাত দিন পরে মন্দিরে ফিরিয়ে আনা হয়।

কোন সময় পালন করা হয় রথযাত্রা?

প্রতি বছর রথযাত্রা পালন করা হয়ে থাকে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে। যা ইংরেজি মাসের জুন বা জুলাই মাসে পড়ে।

রথযাত্রায় কি অন্য ধর্মের মানুষ অংশ গ্রহণ করতে পারে?

রথযাত্রায় সকল ধর্মের মানুষ অংশ গ্রহণ করতে পারে কারন এটি একটি সার্বজনীন উৎসব। এই উৎসবে সারা বিশ্বের অনেক ভক্ত আকর্ষিত হয়ে এই অনুষ্ঠানে যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments