HomeONLINE EARNINGYoutube:থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করার ৪টি সহজ উপায়

Youtube:থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করার ৪টি সহজ উপায়

Youtube :

Youtube প্লাটফর্মে ভিডিও উপলোডের পাশাপাশি বিভিন্ন প্রডাক্টের বিজ্ঞাপন দিয়ে টাকা উপার্জন করতে পারবেন জানুন আজকের প্রতিবেদনে।

YOUTUBE
YOUTUBE

বর্তমানে ডিজিটাল যুগে অনলাইন এর মাধ্যমে টাকা উপাৰ্জন করার অনেক উপায় রয়েছে। অনলাইন থেকে ইনকাম করার কথা বললে সবার আগে যে নামটি ভেসে আসে সেটি হল ইউটিউব। অনলাইন এর মাধ্যমে টাকা উপার্জনের অন্যতম সেরা প্লাটফর্ম। অনেক ক্রিয়েটর রয়েছেন নিজেদের পছন্দ মতো ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে উপলোড করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। ইউটিউব এ শুধু ভিডিও উপলোড করে ইনকাম করা যায় এমনটা কিন্তু না ভিডিও উপলোড এর পাশাপাশি একাধিক উপায় রয়েছে ইনকাম করার। আজকের এই আর্টিকেলের মাধ্যমে তুলেধরা হয়েছে ইউটিউব থেকে ইনকাম করার বেশ কয়েকটি উপায়। যার মাধ্যমে চাইলে আপনিও খুব সহজেই প্রতি মাসে ইউটিউব প্লাটফর্মে ভিডিও উপলোড করে টাকা ইনকাম করতে পড়বেন।

ভিডিও উপলোড করে উপার্জন:-

Youtube প্লাটফর্ম থেকে ইনকাম করতে চাইলে প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরী করতে হবে। যে বিষয়ের উপরে ভিডিও বানাতে চান চ্যানেল তৈরী করার সময় সঠিক ক্যাটাগরিটি বেছে নিবেন। চ্যানেল তৈরী হওয়ার পরে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানিয়ে আপলোড করতে থাকুন। ইউটিউবে শুধু ভিডিও উপলোড করলেই ইনকাম শুরু হবেনা। ইউটিউব থেকে ইনকাম পেতে ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে। ইউটিউবের নিয়ম অনুসারে প্রথমে চ্যানেলটিকে Monetization করতে হবে তবেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। Monetization করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে। চ্যানেল তৈরির দিন থেকে 365 দিনের মধ্যে আপনাদেরকে পূরণ করতে হবে 3 হাজার ঘন্টা টাইম ও 500 সাবস্ক্রাইব। এছাড়াও শর্ট ভিডিও উপলোড করেও Monetization করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে। তবেই আপনারা নিজেদের চ্যানেলটি Monetization কারাতে পারবেন। Monetization হওয়ার পরে ইউটিউবে আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখতে শুরু করবে এই বিজ্ঞাপনের পরিবর্তে আপনাকে টাকা দেবে। তবে আপনার চ্যানেলে যত বেশি ভিউস ও সাবস্ক্রাইব আসবে ততই বেশি ইনকাম করতে পারবেন। এই রকম ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক ক্রিয়েটর প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে।

স্পন্সর ভিডিও বানিয়ে ইনকাম :-

বিভিন্ন কোম্পানির স্পন্সর ভিডিও বানিয়ে ইউটিউবে উপলোড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। স্পন্সর ভিডিও বানানোর সুবিধা কারা পান। যে সমস্ত চ্যানেলে প্রচুর সংখ্যক ভিউস আসে ও সাবস্ক্রাইব থাকে সেই সব চ্যানেল ক্রিয়েটররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্পন্সর ভিডিওর প্রস্তাব পান। কোম্পানির প্রস্তাবে আপনাকে জানাবে তাদের প্রডাক্ট বা পণ্যর ভিডিও বানিয়ে নিজেদের চ্যানেলে প্রচার করার জন্য। একটি স্পন্সর ভিডিও বানানোর জন্য কোম্পানির কাছ থেকে হাজার হাজার টাকা চার্জ করতে পারেন। তবে বড়ো বড়ো Youtube ক্রিয়েটররা একটি স্পন্সর ভিডিও বানানোর জন্য লাখ লাখ টাকা চার্জ করে থাকে। এই ভাবে আপনারা স্পন্সর করে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

PRODUCT
PRODUCT

প্রোডাক্ট সেল:-

Youtube Monetization না হলেও ইনকাম করতে পারবেন। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। আপনার নিজের তৈরী করা প্রডাক্ট বা বাজার থেকে কিনা যে কোনো প্রডাক্ট আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে আপনার দর্শকের কাছে বিক্রি করতে পারবেন। প্রোডাক্ট তৈরী করার টাকা বা কিনার টাকা বাদ দিয়ে যত বেশি টাকাতে বিক্রি করতে পারবেন তত বেশি লাভ পাবেন। কারন বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার কোনো রকমের খরচ হবে না। তাই নিজের চ্যানেলে বিজ্ঞাপনের মধ্যে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারা যায়।

AFFILIATE MARKETING
AFFILIATE MARKETING

Affiliate মার্কেটিং:-

Youtube এ ভিডিও উপলোড করার সময় ডেসক্রিপশন এ Affiliate লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন। অনেকেই জানেনা Affiliate কি? প্রথমে আমরা জানবো Affiliate লিংক কোথায় পাবো।

Affiliate হল অন্য কোম্পানির অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বা পণ্য প্রচার করা। তার জন্য প্রথমে আপনাদের একটি Affiliate Account তৈরী করতে হবে । বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেমন-Amazon, ফ্লিপকার্ট এই সব ওয়েবসাইট এ গিয়ে Affiliate Account তৈরী করতে হবে। Account তৈরী হয়ে যাওয়ার পর আপনারা যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও উপলোড করবেন। তখন আপনার তৈরী করা Affiliate Account থেকে বিভিন্ন প্রডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিবেন। যখন কোনো দর্শক আপনার চ্যানেলের ভিডিও দেখার সময় ডেসক্রিপশন এ দেওয়া লিংক থেকে প্রডাক্ট ক্রয় করবে, তখন তার বিনিময়ে কোম্পানি কমিশন দিবে। আর এই ভাবে আপনারা Affiliate লিংক শেয়ার করে মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন।

আজকের এই আর্টিকেল থেকে আশা করছি আপনার জানতে পেরেছেন। কিভাবে Youtube থেকে উপার্জন করতে হয়। ধন্যবাদ।

youtube earning tips

Youtube FAQ:

What Is Youtube?

ইউটিউব হলো এক প্রকার ভিডিও উপলোড করার প্লাটফর্ম। এই প্লাটফর্মে আপনারা নিজেদের ইচ্ছে মতো ভিডিও উপলোড করতে পারবেন।

How to earn from YouTube?

ইউটিউবে থেকে আয় করার বিভিন্ন রকমের উপায় রয়েছে। যেমন- ভিডিও উপলোড করে আয়, স্পন্সর ভিডিও, প্রোডাক্ট সেল, Affiliate মার্কেটিং করে উপার্জন করে পারবেন।

Youtube Monetization Ruel

ইউটিউব থেকে ইনকাম করতে হলে প্রথমে চ্যানেলটিকে Monetization করাতে হবে। বড়ো ভিডিওর ক্ষেত্রে 365 দিনের মধ্যে 3 হাজার ঘন্টা টাইম ও 500 সাবস্ক্রাইব ও 90 দিনের মধ্যে 3 ভিডিও উপলোড থাকতে হবে। এবং শর্ট ভিডিওর জন্য শেষ 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউস থাকতে হবে তবেই চ্যানেল Monetization করাতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments